কথা বলার পূর্বে ভেবেচিন্তে কথা বলুন

in আমার বাংলা ব্লগ2 months ago

guy-2617866_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। একজন মানুষের মুখের কথার মাধ্যমে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। আবার একজন মানুষের মুখের ভালো কথার কারণে মৃত্যু থেকে একজন মানুষ ফিরেও আসতে পারে। আপনি যদি কোন মানুষকে কোন খারাপ কথা বলেন সে মানুষটি এমনও হতে পারে খারাপ কথার কারণে যেকোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সন্তানদের অথবা ভাই-বোনদের এমন কোন একটা কথা বলে ফেলি যার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলে।

কথা বলার পূর্বে অবশ্যই ভেবে চিন্তে কথা বলা উচিত কোন কথাটি কাকে বলছেন। আপনি হয়তো এমন একটি কথা বলে ফেলেছেন যেটি আপনার কাছে তেমন কোন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যাকে সে কথাটি বলেছেন সে হয়তো এই কথাটিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমরা অনেক সময় অনেক ধরনের কথা জেনে না জেনে বলে ফেলি বা বুঝে না বুঝে বলে ফেলি। যা মোটেও কোন মানুষের জন্য কাম্য নয়। কারণ কথা বলার মাধ্যমে একজন মানুষের আসল ব্যক্তিত্ব ফুটে ওঠে।

বাংলা একটি প্রবাদ আছে বোবা মানুষের কোন শত্রু নেই। আপনার মুখের কথার কারণে অনেক মানুষ আপনার শত্রুতে পরিণত হতে পারে। আবার আপনার মুখের ভালো কথার কারণে একজন মানুষ আপনার বন্ধুতে পরিণত হতে পারে। মানুষের মুখের কথার খুবই মূল্য। আপনি একজন মানুষকে এমন কোন একটি কথা বললেন যার কারণে সে আপনার শত্রুতা পরিণত হয়ে যাবে। আবার এমন কোন কথা বললেন সে আপনার বন্ধুতে পরিণত হতে পারে।

তাই আমাদের প্রত্যেকেরই কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলা উচিত। পৃথিবীতে এক এক মানুষ এক এক রকম তাদের সাথে আলাদাভাবে কথা বলতে হবে। আপনি চাইলেও সবার সাথে একইভাবে কথা বলতে পারবেন না। একজন মানুষ খুব সিরিয়াসলি নিবে আবার অপরদিকে অন্য মানুষ আপনার কথার কোন গুরুত্ব দিবে না এটাই স্বাভাবিক। তাই আমাদের মুখের কথাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে কথা বলতে হবে। যেন আমাদের মুখের কথার কারণে কেউ কষ্ট না পায়। এটি একটি ভালো মানুষের গুন। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন হ্যাঁ মানুষের কথার মাধ্যমে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে তাই যে কোন কথা মানুষের মধ্যে বলার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বলা উচিত। সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনি যথার্থ বলেছেন মানুষ হিসেবে আমরা যখন সৃষ্টির সেরা জীব সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুখের ভাষণ ও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই মুখের ভাষণ দিয়ে ই শত্রু বন্ধুতে পরিণত হয় এবং বন্ধু শত্রু হতে পরিণত হয়। আমার এমন কোন কথা কাউকে বলি যার কারণে সে মৃত্যু পর্যন্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়। তাই আমাদের আসলে উচিত কথা বলার ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা।

 2 months ago 

আমিও তাই মনে করি ভাই, সামান্য একটা কথা বলার কারনে কেউ আপনার বন্ধু হতে পারে, আবার কোন একটা খারাপ কথার কারণে বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা এবং তাদের চিন্তাধারাও আলাদা। তাই সবার সাথে ভেবে চিন্তে কথা বলা উচিত বলে আমি মনে করি। আপনার আজকের পোস্টটা খুব শিক্ষামূলক ছিল ভাই। আশা করি, অনেকেই সচেতন হবে পোস্টটা পড়ে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.13
JST 0.032
BTC 60837.81
ETH 2874.77
USDT 1.00
SBD 3.62