জীবনে প্রচুর খেতে হবে, খেতে হবে প্রচুর হাঁসের মাংস। আহা রাজ হাঁসের মাংসের যেমন স্বাদ তেমন কব্জি ডুবিয়ে খাওয়া। এমন খাওয়া যেন জীবনে বারবার ফিরে আসে আপনার। আমি আবার রাজহাঁসের মাংস খুব একটা বেশি খেতে পারিনা। আমি যখনই রাজহাঁসের মাংস খেতে বসি তখনই মনে হয় গামলাটা একবারে ফাঁকা করে দিই 😋 কিন্তু চারপাশে তাকালে আর ফাঁকা করা হয় না।