রেনডম ফটোগ্রাফী।

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামুয়ালাইকুম / আদাব

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি ফটোগ্রাফী করতে খুব আগ্রহী।সময় সুযোগ পেলেই ছবি তুলার চেষ্টা করি।আজ আমি আমার তুলা কিছু ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

ফটোগ্রাফী 📸 নং :-১

1000016937.jpg

Device - Pixel 7 Pro
What's 3 Word Location

ছবিটি আমাদের অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদের ছবি। ছবিটি আমার নিজের কাছেও খুবই চমৎকার লাগছিল যখন তুলেছিলাম।বেশ কিছুদিন আগে আমার মামাতো ভাইকে নিয়ে জাতীয় সংসদের সামনে গিয়েছিলাম, ঠিক তখন ছবিটি তুলেছিলাম। বিকেলের দিকে ছবিটি তুলেছিলাম,তাই খুবই সুন্দর কালার এসেছে ছবিটিতে।

ফটোগ্রাফী 📸 নং :-২

1000018091.jpg

What's 3 Word Location

রাতের আকাশের চাঁদের আলোর রূপ দেখতে ভারী সুন্দর লাগে।তবে মাঝে মাঝে চাঁদের আলোর সাথে প্রকৃতির কিছু স্থির বস্তু মিশে নতুন এক রূপ তৈরি করে , যা সব সময় চোখে পরে না। শীতের রাতের অন্ধকারে স্তিমিত চাঁদের জোসনার আলোর সাথে গাছপালা মিলে বেশ সুন্দর দৃশ্য তৈরি করে।যা দেখতে মোটামুটি সবারই ভালো লাগে।

ফটোগ্রাফী 📸 নং :-৩

1000017915.jpg

What's 3 Word Location

ছবিটি আমার ভার্সিটি ক্যাম্পাসের ফুলগাছের । ফুলটির নাম আমার সঠিক জন নেই, তবে ফুলগুলো দেখতে ভারী সুন্দর ।আমি সচরাচর ফুলের ছবি তুলি না , তবে গতকাল আমার বন্ধুদের সাথে আমাদের ক্যাম্পাসের মাঠে খেলা দেখার সময় মনে হলো একটি ছবি তুলি। ফুলগুলো মাঠের সৌন্দর্য আরও বাড়িতে দিয়েছে ।

ফটোগ্রাফী 📸 নং :-৪

1000017567.jpg

What's 3 Word Location

ছবিটি কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে তুলেছিলাম।তখন সময় ছিল পড়ন্ত বিকেলের কিছুটা পূর্বে।তখন আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের মেঘগুলো খুবই সুন্দর রূপ নিয়েছে ।সাথে আমার ঠিক মাথার উপর বরাবর ছিল গাছ। দুইটার সংমিশ্রণ খুবই সুন্দর লাগছিল।

ফটোগ্রাফী 📸 নং :-৫

1000017774.jpg

What's 3 Word Location

ছবিটি বর্তমান গ্রামের এক চিরাচরিত রূপ । শীতের আগমনে মাঠে নতুন পাকা ধান ঘরে তোলার ধুম।কিছু ধন মাঠে এখনো শুকানোর জন্য রাখা হয়েছে।এর সাথে শেষ বিকেলের রক্তিম সূর্য যেন এক নতুন রূপ দেয় , এই সরল প্রকৃতিকে।যা দেখতে মনোমুগ্ধকর লাগে।

ফটোগ্রাফী 📸 নং :-৬

1000017564.jpg

What's 3 Word Location

শীতের গাছের সবুজ পাতার সাথে রৌদ্র উজ্জ্বল ধানের মাঠের সৌন্দর্য দেখতে বেশ লাগে । ধানের ক্ষেতে নতুন রূপ, কাটা ধান ক্ষেতে বিছিয়ে রেখছে শুকানোর জন্য।সব মিলিয়ে এক সুন্দর তৈরি করে।

সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাই। সংসদ ভবনের সামনে মাঝেমধ্যে যাওয়া হয় জায়গাটি ভীষণ সুন্দর। অন্যান্য ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে প্রত্যেকটি ফটোগ্রাফি বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। সংসদ ভবন আমার বাসার কাছে হওয়াই আমারও প্রায়ই যাওয়া হয়।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

ডেইলি টাস্ক -

1000018109.jpg

1000018108.jpg

1000018107.jpg

 last year 

আজকের রেনডম ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দুর্দান্ত। বিশেষ করে সংসদ ভবনের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ ভাই। আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।ভালো থাকবেন।

 last year 

বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা বাংলাদেশের জাতীয় সংসদের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্টগুলা পরলে খুবই ভালো লাগে।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

ভাই আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি করেন,আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে বেশ ভালো লাগলো । আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জাতীয় সংসদের ফটোগ্ৰাফিটি বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন ছিল। সর্বোপরি বলতে চাই এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই। আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

চাঁদনী রাতের ফটোগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে। আপনি তো দারুন ভাবে ফটোগ্রাফি করেছেন। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে। দারুণ হয়েছে ফটোগ্রাফি গুলো।

 last year 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

সংসদ ভবন টা বেশ দারুণ লাগছে ভাই। সুন্দর করেছেন ফটোগ্রাফি টা। তবে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে শেষ ফটোগ্রাফি টা। ঐ ফটোগ্রাফি টা দেখলে মনে হচ্ছে কেউ যেন অদ্ভূত ভাবে ডাকছে। সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো।

 last year 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
আপনাদের কমেন্টগুলা পরলে খুবই উৎসাহিত হই।
আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সংসদ ভবনের ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। তবে সবচেয়ে বেশি ভালো লাগলো ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।