গ্রামিণ মেলায় ঘুরাঘুরি-(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা

IMG20230103183139.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে গ্রামিণ মেলাই ঘুরাঘুরি ও খাওয়া দাওয়া চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্ট।


সাইকেল চালিয়ে চলে গেলাম মেলাই আমাদের বাসা থেকে অনেকটা দূরে।গিয়ে প্রথমে সাইকেল গুলো আমার আন্টির বাসায় রেখে দিলাম এরপরে প্রবেশ করলাম মেলাই।প্রচুর শীত তাই আমি তৈরি হয়েই গিয়েছিলাম একদম নাক মুখ ঢেকে হাহাহা।মেলাই অনেক লোকজন আমরা প্রথমে পুরো মেলাটা ঘুরে দেখলাম।এরপরে গেলাম আমরা নাগোর দোলার কাছে।আসলে ছোট বেলা থেকে আমার এই একটাই বেশি ইচ্ছা নাগর দোলায় উঠার মেলাতে গেলেই চরা হয়।

IMG20230103182947.jpg

IMG20230103183023.jpg

IMG20230103184238.jpg


তো পুরো মেলাটা দেখতে হলে নাগর দোলায় উঠতে হবে আমরা দোলনার কাছা কাছি গেলাম।এবং একটা দোলনা পুরোটাই আমরা কয়েকজন নিলাম।প্রতি জন কে ২০ টাকা করে দিতে হয়েছিল।এরপরে ঘুরানো শুরু করলো আসলে অনেক ভাল লাগে যখন উপর থেকে নিচে নামানো হয় মনে হয় আমি উরে যাচ্ছি।হাহা।যাইহোক এরপরে আমাদের ঘুরানো শেষ হলে আমরা নেমে গেলাম।

IMG20230103190354.jpg

IMG20230103202447.jpg

IMG20230103190740.jpg

IMG20230103184657.jpg

IMG20230103184715.jpg

IMG20230103184717.jpg

IMG20230103185114.jpg


এরপরে মেলার কসমেটিক সাইডে চলে গেলাম সেখানে বিভিন্ন ধরনের জিনিস এসেছে আমার চোখে ঝিনুক এর কিছু জিনিস পরলো আমি আবার এগিয়ে গেলাম বেশ দারুণ লাগছিল তাই একটা ঝিনুক এর মালা আমার ছোট বোনের জন্য নিলাম মালা টা ৩০ টাকা নিয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিল। এগুলা মেয়েরা অনেক বেশি ভাল বাসে।এটা কেনার পরে আমরা আরো অনেক ঘুরাঘুরি করলাম এবং খাওয়া দাওয়া করি।


ডিভাইস অপু এ৫এস
কুষ্টিয়া, বাংলাদেশ

Sort:  
 last year 

শীতের সময় এ ধরনের মেলা ভালোই লাগে । আগে আমরা যখন ফরিদপুরে ছিলাম তখন আমাদের ওখানে জসিমপল্লী মেলা হত সেই মেলাতে আমরা যেতাম, তবে কখনো নাগর দোলায় চড়া হয়নি। নগরদোলায় চড়লে কেমন যেন মাথার ভেতর ঘুরে দেখলেই আমার কেমন যেন অস্থির লাগে। আপনি মজা করে চড়েছেন শুনে ভালো লাগলো। ঝিনুকের মালা গুলো দেখতে ভালই লাগে। তবে ভাইয়া আমার কাছে মনে হল আপনার পোস্টের লেখাটা একটু কম হয়ে গিয়েছে আরও ডিটেলসে লিখলে ভাল হত।

 last year 

ধন্যবাদ আপু চেষ্টা করবো আরো ডেটালস দেওয়ার।

 last year 

অনেকদিন হলো মেলায় যাওয়া হয়নি।আর নাগরদোলায় একবারই উঠেছিলাম,প্রথমবার যখন উপরে উঠে তখন খুব আনন্দ লাগে,কিন্তু নিচে নামলেই বুক কেঁপে উঠে আর তখন আমি বেশ চিৎকার দিয়ে কান্না করে দিয়েছিলাম। যদিও ছোটবেলার কথা বলছি।তারপর থেকে আর উঠা হয়নি।মেলায় ঘুরে ঘুরে বেশ উপভোগ করেছেন সবাই মিলে।

 last year 

শীতের সময় এরকম জাঁকজমকপূর্ণ মেলার দৃশ্য অনেকদিন হলো ইনজয় করা হয় না। মেলাটার অবস্থান যেহেতু আমার অজানা সেজন্য জানতে ইচ্ছুক কোথায় এই মেলাটি লেগেছে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখছি।

 last year 

আপনি দেখছি মেলায় ভালো একটা সময় কাটিয়েছেন। আসলে অনেক দিন হলো মেলায় যাওয়া হয় না,তবে আপনার মেলায় যাওয়া দেখে মনে হচ্ছে যদি একটু যেতে পারতাম হা হা হা।মেলার মেইন মনে হয় নাগর দোলা।আপনি আপনার ছোট বোনের জন্য ঝিনুকের মালা কিনেছেন জেনে অনেক ভালো লাগল। আসলে ঝিনুকের মালা গুলো দেখতে আমার কাছে ও অনেক ভালো লাগে।

 last year 

আপনাদের ওখানে মনে হয় অনেক মেলা হয়। আপনি সাইকেল চালিয়ে বাড়ি থেকে অনেক দূর গিয়ে মেলায় এটেন্ড করেছেন মানে আপনার মেলায় ঘুরার অনেক শখ। মেলায় ঘুরতে কম বেশি সবারই ভাল লাগে। ঢাকায় বাণিজ্য মেলা চলছে যাব একদিন কিন্তু গ্রামীণ মেলাগুলোর মজাই আলাদা। আপনার শেয়ার করা ছবিগুলো খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি তো দেখছি মেলাতে খুবহ সুন্দর সময় কাটিয়ে ছিলেন। আপনার নাগরদোল্লায় চড়তে ভালো লাগে। আর আমি নাগর দোলায় চড়লে আমার মাথা ঘুরে।😒 যাই হোক ধন্যবাদ আপনাকে মেলায় কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এই তীব্র শীতের মধ্যেও আপনারা সবাই সাইকেল চালিয়ে মেলা দেখতে গিয়েছেন এটা জেনে নিজের কাছে সত্যিই অনেক বেশি অবাক লাগছে। শীতের মধ্যে যেখানে মানুষ বাসা থেকে বের হতে পারছে না সেখানে সাইকেল চালিয়ে মেলায় গিয়েছেন অবিশ্বাস্য একটা ব্যাপার। দেখেই বোঝা যাচ্ছে মেলার ভেতরে খুবই চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন, আপনাদের এই সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66342.41
ETH 3548.63
USDT 1.00
SBD 3.09