গ্রামীণ হাট (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ21 days ago

হেলো বন্ধুরা


1000010377.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে আমাদের গ্রামীন সাপ্তাহিক হাট থেকে বাজার করার মুহুর্ত আশা করি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করি আজকের ব্লগটা।


1000010384.jpg

বন্ধুরা গ্রামীণ হাট এগুলো এখন বিলুপ্ত প্রায়। আগের মতো আর মোরে মোরে কিন্তু আমরা এই হাট গুলো দেখতে পাইনা।গ্রামীন হাটে বাবার সাথে কেনাকাটার যে একটা মুহুর্ত এগুলো আমরা প্রতিনিয়ত স্বৃতিচারন করে থাকি।আশে পাশে বিলুপ্ত হলেও আমাদের যাদুবয়রা নামক এই স্থানে এখনো প্রতি সপ্তাহে হাট লেগে থাকে এবং বেশ জমকালো হয় এখানে হাট টা।বেশ দূর দূরান্ত হতে লোকজন আসেন এখানে মালামাল কিনতে।


1000010376.jpg

1000010374.jpg

1000010378.jpg

এখানে সবজি এবং হরেক রকম বাজারের সাথে পাশেই আবার মাছের বাজার বসে যেটা আশেপাশের খুবই নামকরা একটা হাট।এখানে প্রচুর মাছ আমদানি হয় থাকে।আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়ী এখানে আসেন।বলাই চলে এটা একটা বেশ বড় সর রকমের বানিজ্য ক্ষেত্র যা বছরের পর বছর ধরে টিকে রয়েছে।এখানে আপনাদের সামনে মাছের বাজারের কিছু ছবি দেখায়।


1000010385.jpg

1000010380.jpg

1000010381.jpg

1000010388.jpg

1000010389.jpg

সবজি বাজার এই হাটের মূল আকর্ষন হলো সবজির হাট।এখানে আপনি একদম টাটকা সবজি পাবেন যেটা অন্য কোথাও নেই কৃষক তার ক্ষেত থেকে তুলেই এখানে নিয়ে আসছে। আর সব থেকে বেশি যেটা প্রয়োজনীয় তা হলো খুব সুলভ মুল্যে এখানে এই টাটকা সবজি গুলো পাওয়া যায়।আমিও এখান থেকে নিয়মিত সবজি কেনাকাটা করি আজও এসেছিলাম।আমার কেনাকাটা শেষ করে আমি জিলাপি খেতে গেলাম আসলে বাজারে আসলে গড়ম জিলাপি না খেলে আর ভাল লাগে নাকি।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন একটি ব্লগে।

1000010387.jpg



পোস্টেরবিবরণ
পোস্টের ধরনগ্রামীণ হাট।
ক্যামেরাঅপু এ৭৮
লোকেশনবাংলাদেশ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

গ্রামীণ হাট সম্পর্কে চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পোস্টের মাধ্যমে গ্রামের হাটের সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে গ্রামীণ হাটের টাটকা সবজি গুলো দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 21 days ago 

ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 21 days ago 

বর্তমান সময়ে গ্ৰামের হাট গুলো প্রায় বিলুপ্তির পথে এখন। আগে প্রতিটি গ্ৰামের মধ্যেই ছোট ছোট বাজার ছিল, কিন্তু কাল ক্রমে সেগুলো এখন প্রায় বিলুপ্তির দিকে। আপনি যাদুবয়রা নামক স্থানের একটি হাটের মধ্যে ঘুরতে গিয়েছিলেন দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।এই হাটের মধ্যে দেখছি সব ধরনের জিনিস পত্র পাওয়া যায়।

 21 days ago 

জী ভাই অনেক পুরাতন একটা হাট। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 21 days ago 

গ্রামীন হাট গুলোতে টাটকা সবজি পাওয়া যায় এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে তবে আপনার এই পোষ্টের লাস্টে এসে এই মিষ্টির ছবিটা দেখে আমার বেশি খেতে ইচ্ছে করছে ভাই। কবে আসবো বলুন?

 21 days ago 

আজকেই চলে আসুন খাওয়াবো🥱

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.77
ETH 3784.66
USDT 1.00
SBD 3.65