শেয়ালের বাচ্চা রেস্কিউ (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগ29 days ago (edited)

হেলো বন্ধুরা


1000010678.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি শেয়ালের বাচ্চা রেস্কিউ নিয়ে পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে তাহলে চলুন শুরু করি আজকের ব্লগটা।

1000010684.jpg

1000010674.jpg

1000010677.jpg


বন্ধুরা কিছুদিন আগে ঝরো বাতাস সাথে বৃষ্টি হয়েছিলো গাছপালা সব এলোমেলো হয়ে গিয়েছে।আমাদের বাড়ির পাশেই বাশ ঝারের নিচে একটা শেয়ালের বাসা ছিল।এই ঝরের কারনে মা শেয়াল হয়তো বাচ্চাকে নিয়ে বের হয়েছিলো কিন্তু ঝর বাতাসের কারণে ঠিক ভাবে আর বাসায় পোছাতে পারিনি।বাচ্চাটা বাইরেই ছিল গাছের ডাল পরেছিলো তার উপর বাচ্চাটা আঘাত পায় তাই আর নিজে থেকেও যেতে পারে না বাসায়।

1000010692.jpg

1000010696.jpg


তো আমি মাঠে যাচ্ছিলাম হঠাৎ বাচ্চার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গেলাম যেয়ে দেখি শেয়ালের বাচ্চা।আমি ছোট ছোট ছেলে মেয়েদের ডাকলাম আর বললাম আমাদের বাড়ি থেকে খাচা নিয়ে আসতে। তাকে খাচায় ভোরে বাসায় আনলাম এরপরে আঘাত পাওয়া স্থানে প্রাথমিক ভাবে চিকিৎসা দিলাম।হয়তো অনেক ক্ষুদার্থ ছিলো তাই কিছু খেতে দিলাম।

1000010698.jpg

1000010697.jpg


তার চোখের দিকে তাকিয়ে দেখি একদম মানুষের বাচ্চার মতো সে কান্না করছে।আমার দেখে খুবই মায়া লাগছিলো।ভাবলাম আর দুই একদিন রেখে যত্ন করবো কিন্তু তার কান্না দেখে আমি আর রাখলাম না তাকে তার বাসায় রাখতে গেলাম।আসলে এই কাজটার মধ্যে আমি খুবই আনন্দ পেয়েছিলাম। আর আমার ছোট ছোট ভাস্তি ভাগ্নিরা ওরা আমাকে দারুন সাহায্য করেছিলো।ওদের দেখে ভালো লাগলো যে এইটুকু বয়সে তারাও সাহায্য করতে পারে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে।



পোস্টেরবিবরণ
পোস্টের ধরনশেয়ালের বাচ্চা রেস্কিউ ।
ক্যামেরাঅপু এ৭৮
লোকেশনবাংলাদেশ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

এই ধরনের কাজগুলোকে সবসময় প্রশংসা করি । কারণ প্রাণীকুলের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত । প্রচন্ড ঝড়ে পশু পাখি আহত হয় তাদেরকে এভাবে সুস্থ করে আবার ফিরিয়ে দেওয়া যেটা সত্যিই নিজের কাছ থেকে অনেক ভালো লাগে । এরকম কাজ আমি অনেকবার করেছি ভালো লাগলো। ছোট্ট বাচ্চাগুলোর এই কান্না কারোরই সহ্য হবে না ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 29 days ago 

জী ভাই কাজটা করে আমি খুবই আনন্দ পেয়েছিলাম। ধন্যবাদ আপনার গঠন মূলক মন্তব্যর জন্য।

 29 days ago 

তাই আপনার ভাগ্নে ও ভাগ্নিরা সহ সকলে মিলে শেয়ালের বাচ্চাটিকে রেস্কিউ করে তার বাসায় রেখে এসেছেন দেখে খুব ভালো লাগলো। কেননা শেয়ালের বাচ্চাটি তার মাকে ছাড়া অসহায় হয়ে পড়েছিল, তা শিয়ালের বাচ্চার মায়াবী চেহারা দেখে বোঝা যাচ্ছে। চোখের নিচে কান্নার অশ্রু জমে রয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনার এই উদার মন মানসিকতা ও মহৎ কাজের জন্য।

 29 days ago 

ভাই তার কান্না দেখে আমার খুবই খারাপ লাগছিলো।ভেবেছিলাম আর দুই দিন রেখে আরো ভালো করে সুস্থ করবো কিন্তু কান্না দেখে আর মন টানলো না তাই রেখে আসছি।ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

শিয়ালের বাচ্চাটা দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি শিয়ালের বাচ্চা। হয়তো চড়াই করতে বের হয়ে ঝড় বৃষ্টির কারণে দল শূন্য হয়ে গেছে। তবে এই জাতীয় প্রাণী গুলোকে সহায়তা প্রদান করা প্রয়োজন। আমাদের পুকুর পাড়েও বেশ অনেক দেখা যায়। যাইহোক ভালো লাগলো ভাই।

 29 days ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 29 days ago 

শেয়ারের বাচ্চাটার যত্ন নিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আঘাত পাওয়া জায়গাতে চিকিৎসা করে দিয়েছেন আবার তার জন্য খাবারও দিয়েছেন। এটা ভালো করেছেন তার বাড়ি তে রেখে এসে কেননা সে এখানে থাকলে কান্না করত অনেক।

 29 days ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 29 days ago 

শেয়ালটি মানুষের বাচ্চার মত কান্না করছিল এই কথাটা শুনে অনেক কষ্ট লাগলো ভাইয়া , যাই হোক আপনাকে মনের অন্তস্থল থেকে ভালোবাসা জানাই আপনি শেষ পর্যন্ত শিয়ালটিকে রেসকিউ করতে পেরেছেন। ‌ আজকে অনেক ইউনিক এবং চমৎকার একটা পোস্ট আমাদের মধ্যে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

জী ভাই আমারাও খারাপ লাগতেছিল।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 29 days ago 

আহারে মা শেয়াল তার বাচ্চা নিয়ে শিকারে বেরিয়েছিল মনে হয় আর ঝড়ের কবলে পড়ে বাচ্চাটি আর যেতে পারেনি।মা শেয়াল তো বাচ্চার কাছে থাকতে পারেনি ভয়ে কখন কে দেখে ফেলে এবং তাঁরা করে।আপনি শেয়াল বাচ্চাটির সেবা যত্ন করেছেন এবং আরো করতে চেয়েও করতে পারেন নি কারণ সে মানুষের মতো কান্না করছিলো।আসলে ও ভয় পেয়ে গেছে এবং মায়ের জন্য কান্না করছে।ধন্যবাদ ভাইয়া শেয়ালের বাসায় শেয়াল বাচ্চাটিকে ছেড়ে দেওয়া জন্য। খুব ভালো লাগলো পোস্ট টি পড়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 29 days ago 

আপনাকেও অনেক ধন্যবাদ উৎসাহ মুলক মন্তব্য করেছেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.030
BTC 66965.80
ETH 3465.03
USDT 1.00
SBD 3.20