মিষ্টিমুখ (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊

in আমার বাংলা ব্লগlast month

হেলো বন্ধুরা

1000011065.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে খুবই খুশির একটা নিউজ আশা করি আপনাদের ভাল লাগবে।


1000011058.jpg

1000011060.jpg

আমার ছোট বোন এবার এসএসসি ২০২৪ ব্যাচের একজন ছাত্রী ছিল।১২ মে ওর রেজাল্ট দেওয়ার কথা।তার আগের দিন অবদি ওর ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু হতো না সব সময় ভাল রেজাল্ট এর জন্য টেনশন করতো।আসলে টেনশন করারই কথা আমরাও এই বয়সে চিন্তায় থাকতাম কি হবে না হবে জীবনের প্রথম পাব্লিক পরিক্ষায়।আমি তো মজা করে বলতেছিলাম স্যার রা তোকে ফেইল করাবে ওতো কান্না কাটি করে শেষ। ১২ মে সকালে আমি ঘুম থেকে উঠেই মোবাইলে ঘাটা ঘাটি করছি আর দেখছিলাম রেজাল্ট কখুন দিবে।


1000011063.jpg

1000011062.jpg

1000011061.jpg

তো বেলা ১০ টার পরে আমার ফোনে এসএমএস আসে যে বোন পাশ করেছে রেজাল্ট এ গ্রেড। আমি তো অবাক সরাসরি নাম্বারে রেজাল্ট দেখে অবাক হয়েছি।আমি বিশ্বাস করছিলাম না কারণ নাম্বার টা লোকাল নাম্বার এর মতো তাই নিজের চোখে নিজে হাতে চেক দিয়ে দেখতে চাচ্ছিলাম সার্ভার খুব খারাপ ছিল।পরে এস এম এস এ দেখে বিশ্বাস করলাম হা ও ভালো রেজাল্ট ই করছে তখনো আমি ওরে বলি নাই।তখন ও বলতেছি তোর রেজাল্ট দেইনি স্যার রা।


1000011068.jpg

1000011067.jpg

1000011072.jpg

আমি আবার আম্মুকে বললাম একটু বাজারে যাচ্ছি আসলে আমি মিষ্টি কিনতে যাচ্ছিলাম। আসলে ভাই হিসাবে একটা দায়িত্ব আছে তো।মানুষ ছোট হোক বা বড় হোক ৩০ কিংবা ১২ দায়িত সবার একই আমরা সবাই এমন দায়িত্ব পালনের চেষ্টা করি।আব্বু থাকলে খুশি হতেন তবে তিনি গত হয়েছেন তাই আমাকেই বোনটাকে খুশি রাখতে হবে। তাই ওরে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে মিষ্টি কিনতে য্য। যখন কিনে ফিরবো ঠিক তখন সবাইকে অবাক করে দিব সেই আশাই কাউকে বলি নাই তো বাজারে গিয়ে মিষ্টি কিনলাম আজকে মিষ্টির দাম টা একটু বেশি আর বিক্রিও বেশি। তো আমি ৫ কেজি চম চম মিষ্টি নিলাম ২৬০ টাকা করে রেখেছিল(কেজি)।মিষ্টি নিয়ে আমি বাসায় আশার পরে সবার অবস্থা ভাবুন কেমন ছিল আমার ছোট বোন তো এসে দেখি কান্না করছে।পরে আমার বুকে নিয়ে বললাম তুই পাশ করেছিস বোকা।ও খুশিতে কান্না শুরু করে দিলো।তখন তার খুশি দেখে কে। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য।




পোস্টেরবিবরণ
পোস্টের ধরনমিষ্টিমুখ ।
ক্যামেরাঅপু এ৭৮
লোকেশনবাংলাদেশ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

কিছু কিছু খুশির সময়ে আবেগ ধরে রাখা যায় না তখন অটোমেটিক্যালি কান্না চলে আসে। ছোট বোন পাস করেছে তার জন্য শুভকামনা রইল। আর বড় ভাই হিসেবে আপনি দায়িত্বটা পালন করার চেষ্টা করেছেন।

 last month 

ধন্যবাদ উস্তাদ

 last month 

অনেক সুন্দর একটি খুশির খবর আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার বোন ভালো রেজাল্ট করেছেন এবং সেই খুশিতে আনন্দিত হয়ে আপনি মিষ্টি কিনেছেন দেখে। এত সুন্দর খুশির খবর আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

নিজের ছোট বোন মানে নিজের কলিজার টুকরা। আর সেই কলিজার টুকরা খুশিতে আপনিও খুশি। কারণ গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সেইখানে আপনার বোন সুন্দর স্থান তৈরি করে নিয়েছে। আপনার খুশি দেখে আমিও খুব আনন্দিত হলাম ভাইয়া। আর এই খুশির মুহূর্তে সবাই চাই কিছুটা মিষ্টিমুখ করতে। ঠিক সে ব্যবস্থা আপনিও করে দিয়েছেন দেখে ভালো লাগলো।

 last month 

জী ভাইয়া দোয়া করবেন ধন্যবাদ আপনাকে।

 last month 

প্রথমে আপনার ফোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া। আপনার বোন ভালো একটি রেজাল্ট করতে পেরেছে। এত সুন্দর একটি খুশির পোস্ট পড়ে আমরাও অনেক খুশি হয়েছি ভাইয়া। আপনি ঠিক বলেছেন হোক ছোট কিন্বা বড়।পরিবারের জন্য দায়িত্ব এমনিতেই এসে পড়ে।আর এ দায়িত্বগুলো পালন করার মাঝে একটা আনন্দ থাকে। আপনার বোনের জন্য দোয়া রইল। এভাবে যেন আগামী ধাপগুলোও খুশি মনে পার হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এত আনন্দের একটি পোস্ট আমাদের সাথে ভাগাভাগি করার জন্য।

 last month 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.030
BTC 67367.44
ETH 3511.80
USDT 1.00
SBD 3.25