You are viewing a single comment's thread from:

RE: বই বন্ধু।। শিশুদের বই পড়ার অভ্যাস তৈরি সম্পর্কে দু'চার কথা।। জেনারেল রাইটিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হা হা, আপনি শেষের দিকে লেখক পরিচিতি অংশে যে ছবিটি ব্যবহার করেন, তা দেখে হাসি থামানো দায় বটে! 😃

যা হোক, ছোটবেলায় বাচ্চাদের বইপ্রেমী করার অভ্যাসটা বড়বেলায় এসে বেশ মানিয়ে যায়। এটি সবার ক্ষেত্রেই প্রায়শ ঘটে। যখন চারপাশের ছেলেমেয়েরা কার্টুন আর খেলনা নিয়ে ব্যস্ত, তখন শিশুতোষ ছড়া কবিতা সাহিত্য সাবলীলভাবে বেড়ে উঠতে সাহায্য করে।

এটা অবশ্য ঠিক, প্রত্যেক জেনারেশনেই অনেক কিছু গ্যাপ থেকে যায়, যা অবশ্য পূরণ করা কঠিন, তবে একটা কথা আছে না, পরবর্তী প্রজন্ম অধিকতর বুদ্ধিমান। সে বিবেচনায় গ্যাপ থাকলেও সমস্যা হয় না, পুষিয়ে যায়।

এত সুন্দর উপস্থাপনর জন্য ধন্যবাদ, আপু। ভালো থাকবেন, 💐

Sort:  
 2 years ago 

হে হে হে৷ ছবিটি আমার ভীষণ প্রিয়৷

জেনারেশন গ্যাপ তো থাকবেই। তবে কিছু সু-অভ্যেস তৈরি করে দেওয়াই যায়৷ তাই না? আমি সেটুকুই চেষ্টা করে যাই৷

 2 years ago 

হ্যা, সু অভ্যাস তৈরি করা গেলে তা ভবিষ্যতে সুন্দর মননশীল গড়নে ভূমিকা রাখে। তবে অভ্যাস ধরে রাখারও চেষ্টা করতে হয়, তাহলে তা দীর্ঘস্থায়ী হয়।
আর দীর্ঘস্থায়ী হলে তা জীবনে মধুর সুফল বয়ে আনে।
আপনার শিশুর মনন গঠনে এমন অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।
সমাজ বিনির্মানে এই কর্মপ্রবাহের ভূমিকা যে কতটা তা বলার অপেক্ষা রাখে না।
অল দা বেস্ট, 🏅

 2 years ago 

অভ্যেস ধরে রাখতে গিয়ে আমি মাঝে মধ্যেই মহা বিপদে পড়ি ভাই৷

গত পরশু এই বই পড়ার কারণে পড়ার সময় বাথরুম যাই বলে বাথরুমে ঢুকে এক ঘন্টা গল্পের বই পড়েছে৷

এগুলো খানিকটা সুফল কুফলের মতো৷ আমি দুটোই পোহাই৷ হা হা হা।