You are viewing a single comment's thread from:

RE: অবশেষে ধরণী হলো শীতল

in আমার বাংলা ব্লগ2 months ago

বর্ষা মৌসুমের সময় সবচেয়ে উপভোগ্য বিষয় হলো বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া যা সবসময় মনকে শীতল করে। অবশ্য শহর ও গ্রামের বর্ষাযাপনের মধ্যে অনেক তফাত আছে।
দিনে দিনে যত আধুনিকতার দিকে যাচ্ছি, ততই বৃষ্টির উপভোগের মাত্রা কমছে।
বৃষ্টি সম্বন্ধীয় একটি চমৎকার বর্ণনা দেয়ার জন্য ধন্যবাদ।
তবে, অতিবৃষ্টি যাতে না হয় তার জন্য দোয়া করি।

Sort:  
 2 months ago 

গরমের কারণেই গ্রামের বাড়িতে চলে এসেছি ভাই, তবে এটা সত্য, শহরে থাকলে হয়তো এভাবে উপভোগ করা হতো না বৃষ্টিটা।

 2 months ago 

হা হা। তা অবশ্য ঠিক বলেছেন ভাই।
এখন কিন্তু বৃষ্টি লাগাতার হতে থাকলে বর্ষা মৌসুম শুরু হতে পারে। ২০০৭ সালের বন্যা বা তারো আগের অতিবৃষ্টি হলে আমরা মুশকিলে পড়ে যাবো।
এমনিতেই নদীবিধৌত দেশে জলাধার বেশি, পুকুর খাল বিলে দেখা যাবে হয়তো পানিতে একাকার হয়ে যাচ্ছে। তেমন অবস্থা না হওয়াই ভালো।
আপনার গ্রামের বাড়িতে অবকাশ যাপন স্বাচ্ছন্দে কাটুক, এ দোয়া করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61574.21
ETH 3389.80
USDT 1.00
SBD 2.52