You are viewing a single comment's thread from:

RE: দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে!!

in আমার বাংলা ব্লগ2 years ago

যে বিষয়টি এখন দেশের এক নম্বর ইস্যু, সেটির প্রভাব ও পরিণতি খুবই মারাত্মক হবে৷ কোটা ব্যবস্থার এমন বিশৃঙ্খলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের প্রধান পর্যায়গুলোকে মেধাশূন্য করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
সবাই বিষয়টির গভীরে যেতে পারে নি, শিক্ষা ও চাকরিক্ষেত্রে এখন যা হচ্ছে, তা বিশাল আইসবার্গের ভাসমান অংশটি মাত্র। ভেতরে আরো চক্রান্ত চলছে, যা সম্পর্কে সাধারণ মানুষের চিন্তা ঝাপসা ।
অনেক কথাই বলার আছে এ ব্যপারটি নিয়ে, হতাশা আর ক্ষোভ যে কতটুকু জমা আছে তা বলে বোঝানো যাবে না। ততটুকু নাই বলি, শুধু এতটুকু বলে শেষ করি, শিক্ষা ব্যবস্থার চরম অবক্ষয় নিয়ে আসার জঘন্য ষড়যন্ত্র চলছে, তা দেশীয় এমনকি আন্তর্জাতিকও হতে পারে।

তবে শেষ পর্যন্ত তরুন সমাজকে ও মেধাবীদের মেধা কেউ কেড়ে নিতো পারবে না৷ দুশ্চরিত্র মুখোশধারীদের চক্রান্ত সফল হবে না, সত্যের বিজয় হবে।
শুধু ধৈর্য্য ও সময়ের অপেক্ষায়৷
ধন্যবাদ । বিষয়টি সামনে আনার জন্য ।