|| দুষ্টু মিষ্টি কার্টুন জেরির একটি পেন্সিল ✏️ আর্ট || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে

হ্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আপনারা ভালো থাকলেই তো আপনাদের মূল্যবান পোস্ট, লাইক, কমেন্টস দিয়ে আমার বাংলা ব্লগকে সমৃদ্ধ করে, সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন ও আমার পোস্টগুলো পড়তে পারবেন। তাই কামনা করি ভাল থাকেন সুস্থ থাকেন।

00.jpeg


বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এক সময় কার ছোট বাচ্চাদের বা বড়দের অত্যন্ত জনপ্রিয় টম এন্ড জেরি কার্টুন এর (টম হচ্ছে একটি বিড়াল এবং জেরি হচ্ছে একটি ইঁদুর) এই দুজনের দুষ্টুমি, তাদের আদর, তাদের ভালোবাসার সুন্দর একটি কার্টুন ছবি যা আমাদের সকলের পরিচিত ও টেলিভিশনে আমরা সব সময় দেখে থাকি। এর মধ্যে আমি দুষ্টু মিষ্টি চরিত্রের জেরির একটি ছবি পেন্সিল ✏️ আর্ট নিয়ে হাজির হয়েছি। যা দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সহজভাবে ও ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করার। যাতে আপনারা সহজে বুঝতে পারেন। জানিনা কতটুকু করতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার ড্রইং এর সার্থকতা।

তো আর কথা বাড়াবো না। চলুন দেখে নেয়া যাক, আমি কিভাবে আর্টটি সম্পন্ন করেছি। আপনাদের ভালোলাগা মন্দ লাগা বা যদি ভুলত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টসে জানাবেন।


প্রয়োজনীয় উপকরণ👇
সাদা কাগজ১পিছ
পেন্সিল১টি
ইরেজার১টি
সার্ফনার১টি

CamScanner 07-06-2022 12.20_2 (1).jpg


প্রথম ধাপ
প্রথমে আমি জেরি কার্টুন এর মাথাটি পেন্সিল দিয়ে অংকন করে নিয়েছি।👇

01.jpeg


দ্বিতীয় ধাপ
এখন আমি জেরি কার্টুন এর দুটি হাত পেন্সিল দিয়ে অংকন করে নিয়েছি।👇

02.jpeg


তৃতীয় ধাপ
এখন আমি জেরি কার্টুন এর শরীরের অংশ পেন্সিল দিয়ে অংকন করে নিয়েছি।👇

03.jpeg


চতুর্থ ধাপ
এখন আমি জেরি কার্টুন এর পা ও বুকের অংশ অংকন করে নিয়েছি।👇
04.jpeg04-1.jpeg


পঞ্চম ধাপ
এখন আমি জেরি কার্টুন এর লেজ পেন্সিল দিয়ে অংকন করে নিয়েছি।👇
05.jpeg05-1.jpeg


ষষ্ঠ ধাপ
এখন আমি জেরি কার্টুন এর মাথার অংশে পেন্সিল সাহায্যে ডিজাইন করে নিয়েছি।👇
06.jpeg06-1.jpeg


সপ্তম ধাপ
এখন আমি জেরি কার্টুন এর সম্পূর্ণ শরীরের অংশে পেন্সিল এর সাহায্যে ডিজাইন করে নিয়েছি।👇

07.jpeg


অষ্টম ধাপ
এখন আমি জেরি কার্টুন এর বুকের অংশে পেন্সিল এর সাহায্যে ডিজাইন করে নিয়েছি।👇

08.jpeg


শেষ ধাপ ও ফাইনাল আউটপুট
এখন আমি ড্রইংটিতে আমার সাইন করে দিয়েছি এবং এভাবেই শেষ হয়ে গেল আমার জেরি কার্টুন অংকনের প্রত্যেকটি ধাপ ও তৈরি হয়ে গেল দুষ্টু মিষ্টি কার্টুন জেরির একটি পেন্সিল ✏️ আর্টের ফাইনাল আউটপুট।👇

09.jpeg

আমার ড্রইংটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।


আমার পরিচয়ঃ

আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।



আর্টঃ @asishbarua
ক্যামেরাঃমোবাইল
মডেলঃটেকনো স্পার্ক-৭
লোকেশনঃ রাংগুনীয়া, চট্টগ্রাম ।
Sort:  
 2 years ago 

অনেক সুন্দর ড্রয়িং করেছেন। আপনিতো সব ধরনের কাজে পারদর্শী দেখতেছি। অনেক সুন্দর হয়েছে, সামনে এগিয়ে যান শুভকামনা রইল।

ভাই আপনার মন্তব্য জাস্ট ওয়াও। আমি আপনার মন্তব্য দেখে ফিদা হয়ে গেলাম। আপনার পোষ্ট গুলো যেমন সুন্দর তেমনি আপনি সবসময় অনেক সুন্দর মন্তব্য করেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে দুষ্টু মিষ্টি কার্টুন জেরির একটি পেন্সিল অংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার সুন্দর মন্তব্যগুলো আমাকে কাজ করার আগ্রহ অনেক গুন বাড়িয়ে দেয়। ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমি খুব সুন্দর করে একটি জেরির চিত্র অঙ্কন করেছেন। টম এন্ড জেরি আমি অনেক দেখতাম ছোটবেলায়। এই চরিত্রটি আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সঠিক ভাইয়া, আসলে টম এন্ড জেরি আমারও খুব পছন্দের এবং আমার বাচ্চাদের সাথে এখনো আমি টম এন্ড জেরি দেখি। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর দুষ্টু মিষ্টি জেরির একটি পেন্সিল আর্ট করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে আপনার আর্ট টি অনেক ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট দেয়ার জন্য। আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি আর্ট করেছেন। দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপু, অনেক সুন্দর ভাবে মন্তব্য করার জন্য। আপনার সুন্দর লেগেছে এটাই আমার কাজের সার্থকতা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি তো দেখছি অসাধারণ একটি আর্ট করেছেন। দুষ্টু মিষ্টি জেরির পেন্সিল আর্ট দেখে তো আমি পুরাই মুগ্ধ। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভাই আপনার মন্তব্য গুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কাজ করার আগ্রহ অনেকগুণ বাড়িয়ে দেয়। ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পেন্সিল দিয়ে কার্টুন স্কেচ আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। শুরু থেকে খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

ধন্যবাদ আপু, আমার কার্টুন স্কেচ ও উপস্থাপনা আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

আপনি খুবই চমৎকারভাবে জেরির অনেক চমৎকার একটি পেন্সিল অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন ।দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে, তবে আপনি যদি রং ব্যবহার করতেন তাহলে আরো বেশি আকর্ষণীয় দেখা তো ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার পেন্সিল আর্টটি আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67689.07
ETH 3801.39
USDT 1.00
SBD 3.55