DIY || সহজ কয়েকটি ধাপ অবলম্বন করে শসার ফুল সালাদ তৈরি করি ||

হ্যালো ভাইয়া ও আপুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি।

00.jpeg

আজ আমি আপনাদের সামনে শসার ফুল সালাদ নিয়ে হাজির হয়েছি। আমাদের সবার প্রিয় এই শসা আমরা খাবারের সাথে মেহমান বা নিজেদের জন্য সালাদ হিসেবে প্রস্তুত করে থাকি। কিন্তু আমরা যদি এই শসাটি একটু ডিজাইন করে উপস্থাপন করি তাহলে আপনার মেহমান তা দেখে আপনার খাওয়ার চাইতে মন্তব্য করা নিয়ে বেশি ব্যস্ত থাকবে।

এই শসার ফুল সালাদটি আমি মেসে থাকা অবস্থায় আমার এক বড় ভাইয়ের কাছে শিখেছি। তিনি জাস্ট সহজ কয়েকটি ধাপ অবলম্বন করে এই শসার ফুল সালাদটি তৈরি করেছিলেন। আমি কয়েকদিন আগে আমাদের বাড়িতে মেহমানদের শসা ফুল সালাদ করে উপস্থাপন করেছিলাম। তারা খাওয়ার চাইতে এটি দেখে অনেক নিজেদের মধ্যে মন্তব্য করেছিল। তা দেখে আমার তখন খুব ভাল লাগছিল।

তাদের মন্তব্য গুলো আজ মনে পড়ে গেল। তাই আমি সিদ্ধান্ত নিলাম, এটি আমার বাংলা ব্লগে শেয়ার করা যেতে পারে। যেই কথা সেই কাজ। আশাকরি এই শসার ফুল সালাদটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। কারন এটি তৈরি করা অত্যন্ত সহজ। তো.. আর দেরি নয়। আসুন সরাসরি দেখিয়ে দেই সহজ কয়েকটি ধাপ এর মাধ্যমে শসার ফুল সালাদ কিভাবে প্রস্তুত করা যায়।

১ম ধাপঃ

প্রয়োজনীয় উপকরণঃ শসা একটি, শসা চিলানোর জন্য কাটার একটি, কাটা চামট একটি, চাকু একটি। 👇

01.jpeg

২য় ধাপঃ

প্রথমে শসা চিলানো কাটার দিয়ে শসা টিকে চিলে নিতে হবে। আপনাদের কারো যদি শসা চিলানো কাটার না থাকে তাহলে চাকু দিয়ে চিলে নিতে পারেন। 👇

02.jpeg02-1.jpeg

৩য় ধাপঃ

এবার শসার উপরের মাথা ও নিচের মাথা কেটে ফেলে দিতে হবে।👇

03.jpeg03-1.jpeg

৪র্থ ধাপঃ

এবার কাটা চামচের মাথা দিয়ে, নিচে প্রদর্শিত চিত্র অনুযায়ি শসাটির গায়ে এক সেন্টিমিটারের মত ডুকিয়ে দিতে হবে।👇

04.jpeg

৫ম ধাপঃ

এবার কাটা চামচের মাথার সাহায্যে শসাটির উপর থেকে নিচ পর্যন্ত চারিদিকে আঁচড় কেটে নিতে হবে। এমন ভাবে আঁচড় কাটতে হবে যেন কোন অংশ বাদ না যায়।👇

05.jpeg05-1.jpeg

৬ষ্ঠ ধাপঃ

এখন চাকুর সাহায্যে শসাটিকে গোল গোল করে কেটে নিতে হবে।👇

06.jpeg06-1.jpeg
06-2.jpeg06-3.jpeg

চুড়ান্ত ও শেষ ধাপঃ

এখন শসা গুলোকে প্লেটে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করুন। 👇

07.jpeg

আমার পরিচয়ঃ

আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।

Sort:  
 2 years ago (edited)

আপনার পোস্টের মান খুবই খারাপ হয়েছে। এই ধরনের পোস্ট করলে আপনি সাপোর্ট পাবেন না। ভেরিফাইড মেম্বারদের রেসিপি পোস্ট গুলো পড়ুন। তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আপনার আগের পোস্টটা অনেক ভালো হয়েছিলো।

ঠিক আছে ভাইয়া। আমি চেষ্টা করব আরও ভালো পোস্ট করার।

 2 years ago 

আপনি সুন্দর ভাবে সহজ কয়েকটি ধাপ অবলম্বন করে শসার ফুল সালাদ তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সালাদ তৈরি খুবই ভালো ছিল। আসলে আপনার পোষ্টের কোয়ালিটি একটু বাড়ালে দেখতে আরো ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি সহজ কয়েকটি ধাপ অবলম্বন করে শসার সালাদ তৈরি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার সালাদ তৈরিটা আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু শসা গুলো একটু বেঁকে কাটলে দেখতে আরো বেশি সুন্দর লাগে ।বিশেষ করে কোন অনুষ্ঠানে এমন ধরনের সালাদ দেওয়া যায়। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শসার ফুল সালাদ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন শসার সালাদ আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে মাঝে মাঝে খেয়ে থাকি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

যদিও একসময় ভাবতাম শসা দিয়ে ফুল তৈরি করা আসলে খুবই কঠিন। কিন্তু যখন একবার নিজেরা তৈরি করলাম তখন দেখলাম এটা তৈরি করা খুবই সহজ। তবে আপনার আজকের পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে শসা দিয়ে ফুল তৈরি করার পদ্ধতি দেখিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66280.44
ETH 3536.65
USDT 1.00
SBD 3.13