DIY || আসুন নিজের হাতে ফুল গাছের শাখায় একটি পাখি বসে থাকার অপরূপ দৃশ্যটি আঁকি ||

হ্যালো, আমার প্রিয়, আমার বাংলা ব্লগের সকল শুভাকাঙ্ক্ষী ও সকল ‍স্থরের ইউজার বৃন্দ, সবাইকে আমার নমস্কার। সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন। ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি।

00.jpeg

বন্ধুরা, আমরা জানি, প্রকৃতি আমাদের সবার প্রিয়। প্রকৃতিকে ভালোবাসেনা এরকম লোক পাওয়া মুসকিল। আর এর মধ্যে যদি ফুল, ফুল গাছ এবং পাখি হয়, তাহলে কার না ভালো লাগে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফুল গাছের মধ্যে পাখি বসে থাকার অপরূপ দৃশ্য।

অনেকদিন ধরে চিন্তা করছি আমার বাংলা ব্লগকে একটি ড্রইং উপহার দেবো। কিন্তু কি আঁকবো ভেবে পাচ্ছিলাম না। তাই সিদ্ধান্ত নিলাম ফুল গাছের মধ্যে পাখি বসে থাকার একটি চিত্র আঁকবো। কিন্তু এতদিন সিদ্ধান্ত, সময় এবং সুযোগের অভাবে আঁকতে পারি নাই। আজ যখন একটু অবসর পেলাম তখনই ঝটপট খাতা-কলম নিয়ে বসে পড়লাম চিত্রটি আকার এবং আপনাদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য। যদিও আমি তেমন ভালো ছবি আঁকতে পারিনা, জানিনা আপনাদের কেমন লাগবে। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে। আশাকরি দৃশ্যটি দেখে আপনাদের সবার ভালো লাগবে। এছাড়াও আপনারা যাতে এটি সহজে আঁকতে ও বুঝতে পারেন সেই চেষ্টা করেছি।

১ম ধাপঃ

প্রয়োজনীয় উপকরণঃ এক পিস সাদা কাগজ, পেন্সিল, রাবার ও চার কালার কলম।👇

001.jpeg

২য় ধাপঃ

প্রথমে একটি গাছের ডাল অঙ্কন করতে হবে।👇

01.jpeg

৩য় ধাপঃ

এবার গাছের ডালে একটি পাখি বসে আছে চিত্রটি আঁকি।👇

02.jpeg

৪র্থ ধাপঃ

এবার ডালের মধ্যে একটি ফুলের চিত্র আঁকি।👇

03.jpeg04.jpeg
05.jpeg06.jpeg

৫ম ধাপঃ

এবার ফুলের পাপড়ি গুলো ডিজাইন করে নেয়।👇

07.jpeg08.jpeg
09.jpeg10.jpeg

৬ষ্ঠ ধাপঃ

এবার গাছের শাখায় একটি ফুলের কলি আঁখি ও ডিজাইন করি।👇

11.jpeg

৭ম ধাপঃ

এভাবে আরো কয়েকটি ফুলের কলি অংকন করতে হবে।👇

12.jpeg

৮ম ধাপঃ

এখন আর একটি ফুলের চিত্র আঁকি।👇

13.jpeg14.jpeg

৯ম ধাপঃ

এবার গাছের পাতা অঙ্কন করি।👇

15.jpeg

১০ম ধাপঃ

এভাবে আরো প্রয়োজন মতো পাতা এঁকে নেই।👇

16.jpeg17.jpeg

১১তম ধাপঃ

এবার পাখিটিকে একটু ডিজাইন করে নেই।👇

18.jpeg19.jpeg

১২তম ধাপঃ

এবার ছবিতে নিজের স্বাক্ষর দেই।👇

20.jpeg21.jpeg

১৩তম ধাপঃ

এখন ফুল ও কলি গুলোকে রং করি।👇

22.jpeg23.jpeg

১৪তম ধাপঃ

এখন পাতাগুলোকে রং করি।👇

24.jpeg

১৫তম ধাপঃ

এখন গাছের ডালগুলোকে রং করি।👇

25.jpeg

১৬তম ধাপঃ ও শেষ ধাপঃ

এখন পাখিটিকে রং করি।👇

26.jpeg

চুড়ান্ত আউটপুট

এখন তৈরী হয়ে গেল একটি অতি দারুন, ফুল গাছের শাখায় পাখির বসে থাকার অপরূপ দৃশ্য।👇

27.jpeg

আমার পরিচয়ঃ

আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি। এছাড়াও আমি ছবি আঁকতে, বিভিন্ন জিনিস তৈরি করতে, ফটোগ্রাফি করতে, ভ্রমণ করতে, রেসিপি তৈরি করতে ভালোবাসি

আর্টঃ @asishbarua
ক্যামেরাঃ মোবাইল
মডেলঃ টেকনো স্পার্ক-৭
লোকেশনঃ রাংগুনীয়া, চট্টগ্রাম ।

Sort:  
 2 years ago 

আপনার ছবিটি বেশ ভালো হয়েছে। আপনার ছবি আঁকার হাত যথেষ্ট ভাল দেখা যাচ্ছে। আরো সুন্দর সুন্দর ছবি আঁকতে থাকুন। ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করব আরো ভালো ছবি উপহার দেয়ার।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । শুভকামনা রইল অনেক আপনার জন্য।

ধন্যবাদ আপু। আপনার সুন্দর লেগেছে জানতে পেরে আমার ছবি আঁকার আগ্রহটা আরো বেড়ে গেল। আমি চেষ্টা করব আরও সুন্দর ছবি আঁকার।

 2 years ago 

ফুল গাছের ডালে বসে থাকা একটি পাখির অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর লাগছে। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার এই মন্তব্য আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ এঁকেছেন। আপনি যথেষ্ট পরিশ্রমি এবং যথেষ্ট জ্ঞান রাখেন। আপনার পরিশ্রম ও আপনার কর্ম আপনাকে আমার বাংলা ব্লকে নতুন করে পরিচিত করাবে। নতুন কিন্তু ভেরিফাইড মেম্বারদের মত আপনার দক্ষতা ফুঁটিয়ে উঠাতে যথেষ্ট কার্যক্রম এর ধারাবাহিকতা রক্ষা করছেন। প্রশস্ত হোক আপনার পথ চলা।

ভাই আপনি অনেক শক্তিশালী ও সাহসী প্রশংসা করেছেন। আমি অনেক খুশি হলাম। ভবিষ্যতে যদি ভালো কিছু করতে পারি, তাহলেই এই প্রশংসার সার্থকতা হবে। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল।ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর করে গাছের ডালে বসে থাকা একটি পাখির দৃশ্য অঙ্কন করেছেন আপনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া। আমি নিজের মতো করে চেষ্টা করেছি। আপনাদের ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে ফুল গাছের ডালে বসে থাকা পাখির চিত্র টি দেখে মুগ্ধ হয়ে গেলাম অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য। আপনাদের সুন্দর মতামতেই আমার কাজ করার অনুপ্রেরণা পায়। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই চমৎকার একটি অঙ্কন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় ছিল এভাবে চেষ্টা করতে থাকুন প্রতিনিয়ত আমাদের মাঝে অংকন শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ফুল গাছের শাখায় একটি পাখি বসে থাকার এত সুন্দর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর একটি দৃশ্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমি এই প্রথম এমন একটি দৃশ্য দেখতে পেলাম যা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। ভবিষ্যতে যাতে আরো ভালো ছবি আঁকতে পারি তার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ফুল গাছের শাখায় একটি পাখি বসে থাকার চিত্রাংকন চমৎকার হয়েছে ভাইয়া। সাধারণত পেন্সিল কালার এবং পেন্সিল এর মাধ্যমে চিত্রাংকন এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় না। আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এভাবেই কমিউনিটিতে ভালো কাজগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য। দোয়া করবেন, আমি চেষ্টা করব যেন আরো ভালো ড্রয়িং আপনাদের মাঝে উপহার দিতে পারি।

 2 years ago 

আপনি একটি পাখি বসে থাকার দৃশ্যটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো ভাল কিছু উপহার দিতে পারি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67655.95
ETH 3799.02
USDT 1.00
SBD 3.53