কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমন(10 % for shy-fox & 5% for abb-school)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?

পোস্ট করব করব করতে দুইদিন হয়ে গেল, চিন্তা করতেছি এখনই করব না হলে করবো করবো করে আর করা হবে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন পরে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরার কিছু মুহূর্ত। আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কক্সবাজার আছি, বলতে গেলে বীচের পাশে থাকি।লাস্ট বীচে গেছিলাম ফেব্রুয়ারিতে আর আজকে গেলাম। অবশ্যই মাঝখানে দুই মাসের অধিক গ্রামের বাড়িতে ছিলাম। না হলে মাঝখানে আর একবার যাওয়া হত

IMG_20220728_001211.jpg

তো চলুন কি কি দেখলাম আপনাদের সাথে শেয়ার করি

IMG_20220727_180240.jpg
আমরা বাসা থেকে একটা রিক্সা নিলাম তারপর কবিতা চত্বরের ওদিকে ঢুকলাম, তারপর বিচে নামলাম
IMG_20220727_180329.jpg
এটা হচ্ছে কবিতা মঞ্চ
IMG_20220727_181053.jpg
কবিতা চত্বরে পিছনে সারি সারি ঝাউবাগান
IMG_20220727_181407.jpg
ঝাউ বাগান দিয়ে হেঁটে যেতে দেখলাম মাঝখানে একটা ক্যাফে আছে। সবাই এখানে ক্লান্ত হয়ে চা কপি পান করতেছিল। আমরা যেহেতু কাছে থাকি শুধু শুধু টাকা নষ্ট করার মানে হয় না। কক্সবাজারে সবকিছু গলাকাটা দাম। এটা হচ্ছে টুরিস্টদের জন্য
IMG_20220727_182644.jpg
কি সুন্দর আকাশ দেখলে মন জুড়িয়ে যায়
IMG_20220727_183328.jpg
এমন একটা আকাশ দেখলে কারো কি মন খারাপ থাকতে পারে বলেন। তাই তো মানুষ অনেক দূর দূরান্ত থেকে সমুদ্র বিলাসে আসে
IMG_20220727_183509.jpg
কেউ একজন ঘুড়ি ওড়াচ্ছিল চিলের, আমি তো প্রথমে সত্যিকারের চিল ভাবছিলাম
IMG_20220727_183630.jpg
এখানে দেখে মনে হচ্ছে বাইরে থেকে ফ্যামিলি ট্যুরে আসছে। ওরা অনেকগুলো খেলার আয়োজন করছে, কেউ কেউ ফুটবল খেলতে ছিল
IMG_20220727_183645.jpg
দেখলাম অনেকে লুডু খেলতেছে
IMG_20220727_182114.jpg
ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্যাস্তরা যাচ্ছে তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম
IMG_20220727_183955.jpg
ওটার সময় ছেলে বলতেছে, বাবা আমি মিঠাই খাব😋
IMG_20220727_185121.jpg
হাটতে হাটতে বিচের মার্কেটে চলে আসলাম। তাই ছোটখাটো একটা মুক্তার সেট নিয়ে নিলাম

বাসার সামনে একটা নবান্ন রেস্টুরেন্ট আছে। ওখানে চিকেন তান্দুরি আর নান খাইলাম, চা খাইলাম তারপর বাসায় চলে আসলাম। ছবি উঠাতে ভুলে গেছিলাম, অনেক হাটাহাটি পর ক্ষুধা লাগছিল বেশি

তো আমার ভ্রমণ কাহিনীটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন
ধন্যবাদ আল্লাহ হাফেজ

device: poco m3
Location :w3w
Sort:  
 2 years ago 

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করতে গিয়ে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আমরাও কয়েক মাস আগে ভ্রমণ করতে গিয়েছিলাম সুন্দর একটি জায়গা সত্যিই ভ্রমণের জন্য এরকম জায়গা যে কেউ পছন্দ করবে। সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাইয়া অনেক সুন্দর। শহরের ইট পাথরের দালানকোঠায় বন্দি থাকতে থাকতে জীবনটা এক গোয়ামি হয়ে আসে। যখন সাগরের পাশে খোলা আকাশের নিচে প্রাকৃতিক বাতাস গায়ে লাগায়, তখন মনে প্রশান্তি আসে। তাই তো দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে সমুদ্র প্রান্তে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67621.06
ETH 3787.11
USDT 1.00
SBD 3.50