বিকেলের ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগlast month

pexels-suzyhazelwood-1578105.jpg

image source

আজ বেশে কয়েকদিন যাবৎ এতো গরম পড়েছে যেটা কিনা সহ্য সীমার বাইরে। এতটা গরম বোধয় আমি আমার জীবনের কোনো সময়ই অনুভব করিনি। আর তাছাড়া গ্রামে দিনের বেলা প্রচন্ড গরম পরে শহরের তুলনায়। তবে রাতের বেলা গ্রামে বেশ ঠান্ডা অনুভব হয় , যেটার উল্টো কিনা শহরে। শহরে দিনের বেলা গরম তেমন একটা না থাকলেও রাতে ঘুমাতে যাওয়ার সময় টের পাওয়া যায় আসল গরমটা। যাই হোক , বেশ কয়েকদিন যাবৎ এর এই গরমের মধ্যে নিজেকে ঠান্ডা রাখার জন্য বিকেল হলেই খুলা মেলা জায়গায় গিয়ে বসে থাকতাম। যদিও ডেইলি যাওয়া সম্ভব না আমার জন্য। কেননা বাবুকে নিয়ে প্রতিদিন যাওয়া অনেকটা কষ্টকর।

প্রায় প্রতিদিন দুপুরে গরম থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য লেবুর শরবত , বেলের শরবত সহ বিভিন্ন কিছুর শরবত বানিয়ে এর মধ্যে বরফ ঢেলে তারপর খাই। এই শরবত গুলো খাবার পর গরমটা অনেক কমে যায়। এছাড়াও এটা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। বেলের শরবত টা অনেক বেশিই উপকারী ,নিজের ঘরের পাশে গাছ লাগানোর এই হচ্ছে সব থেকে উপকারী দিক। যখন ইচ্ছা তখন নিজের গাছের সুস্বাদ , টাটকা ও ভেজাল মুক্ত ফল খেতে পারি। এর থেকে সহজ, এর থেকে আনন্দের আর কি হতে পারে।

অতিরিক্ত গরম হওয়াতে বিকেলের পরও শরীর জ্বালা পুরা করে। তাই মাঝে মধ্যে বিকেলে ঘুরতে বের হই , বেশি একটা দূরে যেতে পারি না। তবে ধারে কাছে মাঝে মধ্যে বাবুকে নিয়ে গিয়ে বসে থাকি। আজ গিয়েছিলাম বাড়ি থেকে খানিক দূরে আমাদের গ্রামের নদীর পারে। আসলেই এই সময়ে নদীর পারে বসে থাকার মজাটাই আলাদা। এতো গরমে সবাই অতিষ্ট ছিল , তাই সেখানে গিয়েও দেখি প্রচুর মানুষের ভিড়। তবে সেখানকার পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। আমি আবার বাবু বেশ ভালো উপভোগ করেছি সময়টা। যেতে যেতে আমরা প্রচুর ঘেমে গিয়েছিলাম , তবে সেখানে ৫ মিনিট বসার পরই দেখলাম পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছে।

তারপর হটাৎ দূরের আকাশে দিকে তাকিয়ে দেখলাম আকাশটা বেশ মেঘলা। তবে ভাবতে পারিনি এতো তাড়াতাড়ি আমাদের এখানে এসে ঝড়োহাওয়া বইতে শুরু করবে। কিছুক্ষন থাকার পরই দেখলাম আমাদের এখানে একটু একটু করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। তাই ঠিক তখনি দেরি না করে অটোতে করে বাড়িতে চলে এসেছিলাম। অনেক কম সময় কাটিয়েছি সেখানে তবে বেশ ভালো সময় কেটেছে। তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে পুরো এলাকা এখন ঠান্ডায় শীতল প্রায়।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

সত্যিই আপু এবার খুব গরম সব জায়গাতেই।গ্রামে তবুও বাইরে বের হলে ভালো ই অনুভব হয়।কিন্তু শহরে তা সম্ভব নয়।আপনি নদীর পাড়ে বেশ ভালোই সময় কাটিয়েছেন। এরপরই বৃষ্টি হলো। তবে আমাদের এখানে তেমন একটা হয়নি।তবে ঠান্ডা বাতাস বইছে।এতে ভেবেছি কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে।যাক ভালো লাগলো জেনে।ঢাকায় কবে হবে ঝড় আল্লাহই ভালো জানেন।ঝড় আমার খুবই ভয় লাগে।আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন,আমিন।

 last month 

হ্যাঁ আপু বাসায় থাকলে দিনের বেলা গরম কিছুটা কম লাগে, কিন্তু রাতের বেলা প্রচন্ড গরম লাগে। সারারাত এসি অন করে ঘুমাতে হয়,আর সকাল বেলা ঠান্ডায় গলার অবস্থা খারাপ হয়ে যায়। যাইহোক এই গরমে বিকেল বেলা নদীর পাড়ে গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। ফুরফুরে বাতাস এসে শরীরটাকে একেবারে শীতল করে দেয়। যাইহোক বিকেলে নদীর পাড়ে ঘুরাঘুরি করে বেশ ভালো সময় কাটিয়েছেন আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 67135.09
ETH 3126.83
USDT 1.00
SBD 3.72