ভাইয়া দারুন একটা আর্ট করেছেন আমার কাছে থ্রিডি আর্ট সবথেকে বেশি কঠিন লাগে। কিছুদিন আগেই একটা থ্রিডি আর্ট করেছি কদিনের মধ্যেই শেয়ার করবো। এত টাইম যায় আর এত কঠিন লাগে যা বলার বাহিরে। থ্রিডি আর্ট করা পুরাটাই ব্রেনের খেলা। আপনি এটাকে সহজ বলছেন!! আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। তবে কিন্তু দারুন হয়েছে দেখতে।