রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা ম্যাচ রিভিউ ||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। গতকাল ফুটবলের এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে। আমরা যারা ফুটবল খেলা দেখি তারা জানি গতকাল বাংলাদেশের সময়ের হাতে একটায় রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেই ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জিতে যায়। আজ আমি আপনাদের মাঝে এই ম্যাচটির রিভিউ করতে যাচ্ছি।


Screenshot_2024-04-22-02-25-11-82_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

স্ক্রিনশট:sportzfy

ফুটবলের এল ক্লাসিকো বলা হয় রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনার ম্যাচকে। গতকাল রাতে আমরা সবাই এই এল ক্লাসিকোর সাক্ষী হই। বাংলাদেশ সময় রাত একটায় এই খেলাটি শুরু হয়। আমি শুরু থেকেই খেলাটি দেখছিলাম। ম্যাচের মাত্র ছয় মিনিটে বার্সেলোনার হয়ে ক্রিস্টেনশন চমৎকার একটি গোল করে। ক্রিস্টেনশন এর এই গোলটি বার্সোলনাকে ১ গোলের লীড দেয়। এরপর ম্যাচের ১৮ তম মিনিটে ডি বক্স এর ভেতরে ফাউল করে বার্সোলোনা ফলে রিয়াল মাদ্রিদ একটি পেনাল্টি পায়। এই প্লানটিতে ভেনিসিয়াস জুনিয়র গোল করে এবং নিজের দলকে সমতায় ফেরায়। এরপর হাফ টাইম পর্যন্ত দুই দলই বেশ চমৎকার খেলে কিন্তু কোনো দল গোলের দেখা পায়না। হাফ টাইম ১-১ গোলে শেষ হয়।


Screenshot_2024-04-22-02-13-06-72_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

স্ক্রিনশট: sportzfy

হাফ টাইমের ব্রেকের পর শুরু হয় নেক্সট হাফ এর খেলা। নেক্সট হাফে ও দুই দল ভালো খেলা শুরু করে। এটাক কাউনটার এটাক দেখতে ভালোই লাগছিলো। এল ক্লাসিকো এল ক্লাসিকোর মতোই চলছিলো। ম্যাচের ৬৯ তম ম্যাচে লোপেজ একটি চমৎকার গোল করে। লোপেজের গোলের মাধ্যমে বার্সোলোনা আবার ২-১ গোলে লিডে চলে যায়। কিন্তু গোল দেওয়ার মাত্র ৪ মিনিট পরে ম্যাচের ৭৩ মিনিটে ভাজকুয়েজ এর গোলের মাধ্যমে ম্যাচে সমতায় আসে রিয়াল মাদ্রিদ। এই গোলটির মাধ্যমে স্কোর দাঁড়ায় রিয়াল মাদ্রিদ ২ বার্সোলোনা ২। এই ম্যাচটি একদম এল ক্লাসিকোর মতোই চলছিলো।

৯০ মিনিটের খেলা গড়ায় ৯০+৪ মিনিটে। ঠিক এই সময় ৯০+১ মিনিটে জুড বেলিংহাম চমৎকার একটি গোল করে। এই গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ১ গোলে এগিয়ে যায়। এই গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত হয়ে যায়। সর্বশেষ ম্যাচটি ৯০ প্লাস ৪ মিনিটে শেষ হয়।এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে। ম্যাচটি ছিলো রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে। হোম গ্রাউন্ডে চমৎকারভাবে খেলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। তবে বার্সোলোনা ও এই ম্যাচটিতে চমৎকার খেলে কিন্তু শেষ হাসিটা রিয়াল মাদ্রিদ এই হাসে। বার্সোলোনার একটি গোল নিয়ে বেশ কথাও হয় যেটি রেফারি গোল দেয়নি। সর্বোপরি আমরা ফুটবল ফ্যানরা এই ম্যাচটি উপভোগ করেছি। উপভোগ করার জন্য বেস্ট ম্যাচ ছিলো এটি।


Screenshot_2024-04-22-02-59-15-41_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

Screenshot_2024-04-22-01-34-13-81_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

Screenshot_2024-04-22-02-59-08-84_c2c9cd58bdcdc6af12ff96e9d3357e26.jpg

স্ক্রিনশট: sportzfy

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এই সিজনে রিয়াল মাদ্রিদ বেশ ভালোই খেলতেছে। একটা সময় বার্সার খেলা যে গতি ছিল সেটা এখন আর নাই। রিয়াল মাদ্রিদের মাটিতে বাড়ছে এমনিতেই হেরে যাবে এটা আগে থেকে আমি জানতাম। যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ বর্ষাকে তিন দুই গোলে হারিয়েছে এটা জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর রিভিউ করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last month 

বর্তমান বিশ্বের দুটি চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এল ক্লাসিকো খেলা সব থেকে বেশি জনপ্রিয় হয়। তবে রোলানদো ও মেসি চলে যাওয়াতে বর্তমানে ক্লাসিকো একটু তার জনপ্রিয়তা হারিয়েছে। তারপরেও এল ক্লাসিকো খেলা মানে হাই ভোল্টেজ ম্যাচ। গত কালকের ম্যাচটি অবশ্য দেখা হয়নি তবে আপনার শেয়ার করা রিভিউ দিয়ে পড়ে ভালো লাগলো। যাইহোক ম্যাচটি আপনি সুন্দরভাবে উপভোগ করেছেন জেনে ভালো লাগলো ভাই। এই ম্যাচটি জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার অনেক কাছে পৌঁছে গেল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

একটা মজার কথা বলি। কাল আমি ম‍্যাচ নিয়ে কোন প্রেসার নেয়নি কারণ আমি জানতাম শেষ হাসি টা রিয়াল মাদ্রিদই হাসবে। আর বার্সেলোনা যখন আগে স্কোর করছে তখন আরও নিশ্চিত ছিলাম হা হা। সবমিলিয়ে দারুণ একটা ম‍্যাচ ছিল। তবে ম‍্যাচ টাতে কয়েকটা বিতর্ক ছিল বিশেষ করে ঐ গোলের ব‍্যাপার টা। এটা ছিল মৌসুমের শেষ এল ক্ল‍্যাসিকো।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.11
JST 0.031
BTC 68094.05
ETH 3777.12
USDT 1.00
SBD 3.71