জেনারেল রাইটিং :- প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


coffee-2918559_1280.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করব। টপিক হচ্ছে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। প্রেমের আনন্দ হচ্ছে স্বল্পক্ষণ। তবে প্রত্যেক মানুষ কোন না কোন ভাবে প্রেমে জড়িয়ে পড়ে। হয়তো ভালোবাসার মানুষের কাছে নয়তোবা সংসারের কাছে। নয়তোবা আদর ভালবাসার কাছে। তবে কিছু কিছু ভালোবাসা আছে আনন্দ পাওয়া যায়। স্বল্প সময়ে খুশি হয়ে তারা অনেক কিছু ভুলে যায়। তবে আনন্দটা একদম অল্প সময়ের। কারণ প্রেমের আনন্দ বেশিক্ষণ থাকে না। আজকে আপনি খুশি হয়ে প্রেমের আনন্দ করেছেন। হয়তোবা কালকে সিটি আর মনে নেই।

তবে প্রেমের মধ্যে কিছু কিছু বেদনা আছে মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায় না। কারণ প্রেমের বেদনা খুব কষ্টকর। আর প্রেমের বেদনার কারণে মানুষ আত্মহত্যা করে নিজের জীবন পর্যন্ত দিয়ে যাই। বর্তমান সময়ে প্রেম করে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। এবং অনেক মানুষ নিজের জীবন দিয়ে আত্মহত্যা করেছে। আসলে প্রেমের বেদনা রং নেই কিন্তু কষ্ট অনেক। আর এই কষ্টগুলো মানুষ সহজে ভুলতে পারে না।

আর যারা প্রেম করে সাময়িক আনন্দ পায় তারা মনে করে পৃথিবীটাই কত সুন্দর। যখন প্রেম করে ছ্যাকা খেয়ে বেদনা হয়। তখন নিজে নিজে প্রার্থনা করে তার কষ্টগুলো যেন ভুলে যেতে। শত কষ্ট করেও তারা তাদের কষ্টগুলো ভুলতে পারে না। তাই প্রেমের আনন্দ খুব কম সময়ের জন্য। আর বেদনা হয়তোবা সারা জীবনের জন্য। আমাদের এই গ্রামে একটি ছেলে নিজের ক্লাসের একটি মেয়ের সাথে প্রেম করেছিল। সব সময় স্কুলে এবং কলেজে একসাথে যেতেন এবং একসাথে আসবেন।

যখন মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে ঠিক হয়ে গেল। তখন ছেলেটি অনেক চেষ্টা করেছে মেয়েকে বিয়ে করার জন্য। লাস্ট পর্যন্ত ছেলেটি তার বেদনা ধরে রাখতে না পেরে আত্মহত্যা করেছে। অথচ এই আত্মহত্যার কারণে তার ফ্যামিলি তাদের একমাত্র ছেলেকে হারিয়েছে। আর ছেলের এই মৃত্যুর কারণে মা-বাবা নিঃস্ব হয়ে গেল। তারা যতদিন বাঁচবে ছেলের জন্য হাহাকার করবে।

এই কারণে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ। হয়তোবা কয় ঘন্টা বা কয়েক দিনের জন্য। আর কিছু কিছু প্রেমের আঘাত আছে তারা ভুলতে চাইলেও ভুলা যায় না। যেদিকে তাকাই এই বেদনাগুলো চোখের মধ্যে ভাসে। তা শত কষ্ট করেও এই কষ্টগুলো ভুলতে পারেনা। যখন নিজের কষ্ট না ভুলতে পারে তখন মানুষ নিজের বুদ্ধিও হারিয়ে ফেলে। তখন তারা কি করে নিজেই জানে না। তাই প্রেমের আনন্দ স্বল্প সময়ে আনন্দ না করে। সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে। আশা করে আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 last month 

সত্যি আপু সুন্দর একটি বিষয় নিয়ে লেখার চেষ্টা করেছেন। আসলে প্রেমের চেয়ে ভালোবাসা জরুরি। বিয়ে হচ্ছে সৃষ্টিকর্তার হাতে কোন কারনে দুজনের মিলন না হতে পারে। তাই বলে তো আত্মহত্যা করা ঠিক নয়। তবে কি আর বলার এ সময় তো মাথা ঠিক থাকে না। আমার মনে হয় মাথা ঠিক ভাবে কাজ করলে কেউই আত্মহত্যা করবে না। সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখেছেন আপনি। আপনার এই অসাধারণ পোস্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমিও আপনার সাথে সহমত পোষণ করলাম। এটা কিন্তু একদম বাস্তব কথা বলেছেন আপনি। সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

 26 days ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো তাই ধন্যবাদ।

 last month (edited)

গল্পটি পড়ে সত্যিই চোখ দিয়ে পানি চলে আছিল ..:(শেষ পর্যন্ত মেয়েটাকে নাম পেয়ে ছেলেটি আত্মহত্যা করল। যাই হোক আপনি কথাটা ঠিক বলেছেন যে প্রেমের আনন্দ থেকে এটি সারা জীবনের কষ্ট হয়ে দাঁড়ায় যখন এটি ব্যর্থ হয়। আমার নিজেরও একটি এক্সপেরিয়েন্স রয়েছে তাই এটা আমি রিয়েলাইজ করতে পারছি।

 26 days ago 

আসলে এরকম কিছু প্রেম আছে যেগুলোর কারণে মানুষ অনেক বড় ক্ষতি করে ফেলে নিজের জীবনের। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 last month 

অসাধারণ লিখেছেন আপু আপনার লেখাগুলো পড়ে সত্যি আমার ভালো লাগছে। আসলেই প্রেম বলি বিয়ে বলি যাই বলি না কেন আল্লাহকে স্মরণ করতে হবে এবং তার ভয় মনের মধ্যে থাকতে হবে এবং বাবা মার কথা সব সময় মাথায় রাখতে হবে। প্রেম ভালোবাসা ক্ষণিকের কিন্তু জীবন হারিয়ে গেলে সেটা সারা জীবনের জন্য চলে যাবে। আর আত্মহত্যা জীবনের কোন ডিসিশন না। বিয়েটা পুরো সৃষ্টিকর্তার হাতে। আর সেটা আমাদের সব সময় মেনে চলতে হবে। ধন্যবাদ শিক্ষণীয় একটা বিষয় পড়ে । অনেক ভালো লাগলো

 26 days ago 

এটি ঠিক বলেছেন আত্মহত্যা জীবনের কোন ডিসিশন না। মা-বাবা এবং ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। অনেক সুন্দর মন্তব্য করেছেন।

 last month 

সত্যি ব্যাস্তব কথা গুলো।প্রেমের আনন্দ সাময়িক কিন্তুু বেদনা সারাজীবনের।প্রেম করে সাময়িক আনন্দ পাওয়া গেলেও যদি সে প্রেমের পূর্ণতা না হয় তাহলে সারাজিবন কষ্ট পেতে হয়।ধন্যবাদ বাস্তব কিছু কথা বলে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য পোস্টের মাধ্যমে।

 26 days ago 

ধন্যবাদ আপনাকে অসাধারণ মন্তব্য করার জন্য।

 28 days ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এরকম অনেক ঘটনা এখন প্রতিনিয়তই শোনা যাচ্ছে৷ অনেকেই তাদের প্রিয় মানুষটিকে না পেয়ে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে৷ এই ধ্বংসের কারণে হয়তো তারা নিজেদেরকে অনেকটাই ভালোভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে৷ তবে তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনরা প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হচ্ছে৷ শেষ কথা একটাই আত্মহত্যা কখনোই কারো জীবনে শান্তি নিয়ে আসতে পারে না৷

 26 days ago 

আসলে প্রেমের জন্য নিজের জীবন নষ্ট করা একদম বোকামি। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66209.23
ETH 3496.50
USDT 1.00
SBD 3.16