টার্গেট ডিসেম্বর সিজন ৪ | 10+ steem পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারো সিজন ৪ এ নিজের পাওয়ার আপের সপ্তাহ শুরু করলাম। কিছুদিন আগে আমি আমার দ্বিতীয় টার্গেট দ্বিতীয় ডলফিন হয়েছিলাম। এরজন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই এবারে আবারো তৃতীয় ডলফিন হওয়ার টার্গেট নিয়ে শুরু করলাম। আশা করি খুব তাড়াতাড়ি তৃতীয় ডলফিনে পদার্পণ করবো। আজকে আমি 10+ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।এটা আমার জন্য অনেক আনন্দের।

IMG-20240113-WA0000.jpg

আজকে আমি 10+ স্টিম পাওয়ার আপ করেছি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তাই সব সময়ের মতো আজকেও আমি পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে শক্তি বৃদ্ধি করা। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ও ততবেশি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি 10+ স্ট্রিম পাওয়ার আপ করেছি।

IMG_20240426_190402.jpg

IMG_20240426_190415.jpg

ধাপ -২

এখানে আমি 10+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।

ধাপ শেষ -৩

IMG_20240426_190430.jpg

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপের স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। । আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার দ্বিতীয় ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে । দ্বিতীয় ডলফিন হয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে দেখে নিজের খুব আনন্দ হচ্ছে। এখন আমার পরবর্তী টার্গেট হলো তৃতীয় ডলফিন হওয়া। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে তৃতীয় ডলফিন হয়ে যাব।

সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। যাতে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারি। এটা বলে আমি শেষ করলাম।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 last month 

আপনি তৃতীয় ডলফিন পূরণ হওয়ার লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপের মাধ্যমে আশা করি শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।আপনার জন্য শুভকামনা রইল আপু।

 last month 

নিজের লোকের দিকে যতটাই এগিয়ে যাব ততই নিজের জন্য অনেকটাই শুভ কামনা হবে।

 last month 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি এই প্লাটফর্মে স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি বেশ সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছেন। ভীষণ ভালো লাগতেছে। আমরা যত পাওয়ার আপ করব আমাদের অবস্থান ততই শক্ত হবে।আমরা পাওয়ার আপকে ভালবাসি।

 last month 

ঠিক বলেছেন আমাদেরকে অবশ্যই টিকে থাকার জন্য পাওয়ার আপ করে যেতে হবে।

 last month 

যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন ।আপনি এ সপ্তাহে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেলেন ।
আসলে এই প্লাটফর্মে টিকে থেকে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে সব সময় পাওয়ার বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যেতে হবে। শুভ হোক আপনার পাওয়ার বৃদ্ধি।।

 last month 

আমারও মনে হয় যত বেশি পাওয়ার আপ ততই নিজের শক্তি বৃদ্ধি করা

 last month 

পাওয়ার আপ করে আপনি দ্বিতীয় ডলফিন হয়েছেন। এজন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার আপনি আরো নতুন টার্গেট নিয়েছেন আশা করি খুব তাড়াতাড়ি সেটা পৌঁছাতে পারবেন। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

চেষ্টা করে নিজের মত করে একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য মন্তব্যের জন্য ধন্যবাদ

 last month 

পাওয়ার আপ মানে নিজেকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং পাওয়ার আপ করে নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব যেটি অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।ধন্যবাদ পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।💥

 last month 

আমার পাওয়ার আপ পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ

 last month 

আপনি দেখছি দশ সিস্টেম পাওয়ার আপ করেছেন ।পাওয়ার আপ করা মানে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করা ।আপনি তৃতীয় ডলফিন হওয়ার জন্য প্রতিনিয়ত পাওয়ার আপ করেই যাচ্ছেন ।দয়া করি আপনি খুব শীঘ্রই আপনার ডলফিন হওয়ার লক্ষ্যে পৌঁছান।

 last month 

আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি অল্প হলেও পাওয়ার
আপ করে যাওয়ার জন্য

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আজকে আপনার দশ স্টিম পাওয়ার পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। দীর্ঘমেয়াদি কাজ করতে হলে আমাদের সবার পাওয়ার আপ করা দরকার। আমি নিজেও সব সময় চেষ্টা করি পাওয়ার আপ বৃদ্ধি করতে। তৃতীয় ডলফিন পূরণ করার জন্য আপনি পাওয়ার আপ করতেছেন। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারবেন।

 last month 

যাই হোক চেষ্টা করব আরো অনেক বেশি পাওয়ার আপ করে যাওয়ার জন্য

 last month 

আপনি ডাবল ডলফিনের টার্গেট পূরণ করতে পেরেছেন জেনে ভালো লাগলো আপু। আশা করি সামনে যে টার্গেট নিয়েছেন সেটিও পূরণ করতে পারবেন আশা করি। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

আপনার মন্তব্য করে অনেক ভালো লাগলো ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68401.94
ETH 3807.69
USDT 1.00
SBD 3.52