আসলে ভাইয়া আপনার পোস্টটি পড়ে আমার কাছে খারাপ লাগলো। আসলে ৫০ বছরের বয়সের লোকটি কেন চুরি করলো। আর এই বয়সে বা সেই কেন চুরি করতেছে সিটি জানতে হবে। তবে আমাদের দেশে একটি রেওয়াজ চোর দেখলে সবাই মারধর করে। আসলে ঠিক বলেছেন পাপকে ঘৃণা কর পাপীকে নয়। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।