ভালো লাগে ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে। আজকে আপনি ভালো লাগার মত সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আর অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। তবে আপনার শেষের অনু কবিতা টা আমার কাছে পড়ে বেশি ভালো লাগলো। আর এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
আমার লেখা অনু কবিতা গুলি আপনার ভালো লেগেছে শুনে খুবই উৎসাহ পেলাম। আশা করব আগামীতেও এরকম অনু কবিতা গুলি লিখে শেয়ার করার জন্য।