কাগজের অরিগ্যামি গুলো খুব ভালো লাগে দেখলে। আজকে আপনি কাগজ দিয়ে খুব সুন্দর মাছের অরিগ্যামি বানিয়েছেন। আর এ ধরনের অরিগ্যামি গুলো বানিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখল দেখতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কাগজের অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার।