সোনালী রঙের ধান ক্ষেতের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast month



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ০৬ ই মে, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।




সুপ্রিয় বন্ধুগণ, আমাদের দেশের প্রধান ফসল হলো ধান। আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই কম বেশি ধান ফসলের চাষাবাদ করে থাকে বাংলার কৃষকেরা। তবে আমাদের এলাকায় ধান ফসল হলো কৃষকের প্রধান ফসল। যে বছরে ধানের উৎপাদন বেশি হয় সেই বছরে আমাদের দেশের মানুষেরা দুইবেলা দু'মুঠো ভাত অনায়াসে খেতে পারে। কারণ যে বছরে বেশি ধান উৎপাদন হয় সেই বছরে চালের দাম তুলনামূলক কম থাকে। যাহোক বাংলার চাষীরা সব সময় অধিক ধান উৎপাদনের জন্য সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু কোন কোন বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলার চাষীরা কাঙ্খিত সফলতা অর্জন করতে পারে না।

আজকে বিকেল বেলায় আমার ধান ক্ষেতে বেড়াতে গিয়েছিলাম। আসলে প্রচন্ড রোদ ও গরমের কারণে মাঠের দিকে তেমন একটা যাওয়া হয় না। ধান ক্ষেতে গিয়ে দেখলাম যে, আমার জমির ধান প্রায় ৭০% পেকে গেছে। আমার জমির সকল ধান গাছগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর প্রতিটি ধান গাছের ধানের শীষে সোনালী রং লেগেছে। ধানের শীষ গুলো কিছুটা ধনুকের মতো বাঁকা হয়ে নিচের দিকে ঝুলে রয়েছে। আবার প্রতিটি সোনালী রঙের ধানের শীষের উপর দিয়ে ধানের পাকা পাতা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। ধান ক্ষেতের এই সুন্দর দৃশ্যটি দেখে আমার খুবই ভালো লেগেছিল। অনেকদিন পরে ধান ক্ষেতের এরকম মনোমুগ্ধকর দৃশ্য প্রাণ ভরে উপভোগ করেছিলাম।

আমি লক্ষ্য করে দেখলাম যে, আমার জমির ধান ক্ষেতের মতো সকলের ধান ক্ষেত দেখতে একই রকম সুন্দর লাগছে। তাই ধানক্ষেতের এই সুন্দর দৃশ্যটি পড়ন্ত বিকেলে ভিডিওগ্রাফি করে নিলাম। যাতে আপনারাও আমাদের মাঠের ধান ক্ষেতের মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করতে পারেন। আসলে সোনালী রঙের ধান ক্ষেতের হাসি দেখে কৃষকের মনে আনন্দের জোয়ার সৃষ্টি হয়। প্রতিটি সোনালী রঙের ধানে যেন কৃষকের হাজারো রঙিন স্বপ্ন জড়িয়ে রয়েছে। যাহোক আমি আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।



আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 last month 

বর্তমান সময়ে বাংলাদেশের মাঠে ঘাটে সোনালী ধান ক্ষেতে ভরপুর। আপনি আজকে সোনালী ধান ক্ষেতের একটি ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মোবাইল দিয়ে ধারণ করা ধান ক্ষেতের ভিডিওগ্ৰাফী টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে ভিডিও এর মাধ্যমে সোনালী ধান ক্ষেতের সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

সোনালী ধানের অপরূপ সৌন্দর্যমায় ভিডিওগ্রাফি করেছেন। এই ভিডিওর মাধ্যমে সোনার ফসলের দৃশ্য দেখতে পেলাম। অনেক ভালো লেগেছে আপনার ভিডিওটি।

 last month 

অনেক সুন্দর একটি ভিডিও প্রকাশ করেছেন আপনি। এমন ফসলের মাঠের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। খুব অল্প কয়েক দিনের মধ্যে এই সমস্ত ফসলগুলো কাটা শুরু হয়ে যাবে। যাই হোক ভালো লাগলো আপনার সুন্দর ভিডিওটা দেখে। এমন ফসলের মাঠ দেখতে খুবই ভালো লাগে।

 last month 

গ্রাম বাংলার এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। ঢাকা থাকার কারণে এমন দৃশ্যের দেখা পাই না অনেকদিন। আপনি খুবই সুন্দর ভাবে ভিডিওগ্রাফিতে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70774.91
ETH 3779.54
USDT 1.00
SBD 3.57