ভাইয়া, চাঁদনী রাতে খুবই জমজমাট একটি পিকনিক করেছেন আপনারা। আপনাদের পিকনিকের কথাগুলো পড়তে পড়তে আমি জানো পিকনিকের জগতে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে "সেভেন আপ" শব্দটি চোখে পড়তেই মনটা খারাপ হয়ে গেল এবং অন্য একটি কথা মনে হয়ে গেল। যাহোক ভাইয়া, এখন থেকে পিকনিক করলে সেভেন আপ এর পরিবর্তে অন্য ধরনের কোল্ড ড্রিংকস এর ব্যবস্থা করবেন। অত্যন্ত জমজমাট একটি পিকনিক করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।