জেনারেল রাইটিং || শৈশব কতই না মধুর ছিল
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আশা করি আজকের যে পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ এই পোষ্টের মধ্যে আমি যা কিছু শেয়ার করব সব কিছুই আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন৷ এখান থেকে আমি যা কিছু শেয়ার করব তা যখন আপনারা এখান থেকে জেনে নিবেন তখন আপনারাও যেন আপনাদের শৈশবের সেই স্মৃতিতে ফিরে যাবেন বলে আমি মনে করি৷ আমি আমার সেই শৈশবের স্মৃতি থেকে এবং কিছু কথা নিয়ে আজকে এই সময়ের সাথে মিলিয়ে কিছু কথা ফুটিয়ে তোলার চেষ্টা করবো৷ তাহলে চলুন শুরু করা যাক৷
শৈশবে আমরা এমন কিছু কাজ করতাম যেগুলো এখন আর করার কোন সুযোগ নেই৷ তখন আমরা যে সময় গুলো অতিবাহিত করতাম সেগুলো এখন আর কোথাও পাওয়া যাবে বলেও মনে করি না৷ একই সাথে আমাদের শৈশব যেরকম আমাদের কাছে মধুর তেমনি আমাদের পূর্বের প্রজন্মের যে সকল মানুষজন ছিলেন তাদের যে শৈশব ছিল এবং তারা শৈশবের যা কিছু দেখেছে আমরা তা দেখিনি৷ আমরা যা দেখেছি আমাদের পরবর্তী প্রজন্ম তা দেখবে না৷ হয়তো তাদের পরবর্তী প্রজন্ম যা দেখবে সেই প্রজন্মের পরবর্তী প্রজন্ম আর কোন কিছুই দেখবে না৷ এভাবেই ধীরে ধীরে সবকিছু বিলুপ্ত হতে শুরু করে দিয়েছে৷ আমরা শৈশবের সময়ের পূর্ববর্তী সময়ে যা কিছু দেখার চেষ্টা করেছি এখনকার শৈশবের শিশুদের মধ্যে শৈশবের কোন ধারনাই নেই।
আর এক্ষেত্রে এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে থাকে যেগুলো এখনকার সময়ে যদি আমাদের মনে পড়ে সে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা হাসির ঘটনা হলে হেসে থাকি৷ কষ্টের ঘটনা বলে কষ্ট পেয়ে থাকি৷ আর যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে গিয়েছে তা থেকে আমরা অনেকটাই কষ্ট পেতে থাকি৷ কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে মানুষজন ছিলেন তারা অনেক কিছু দেখেছে৷ তখন আধুনিকতার ছোঁয়া এত বেশি পরিমাণে লাগে নি৷ সেক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া না লাগার কারণে অনেক কিছুই তারা সংরক্ষণ করে রাখতে পারেনি৷ এখনকার সময় যেভাবে আমরা সবকিছু সংরক্ষণ করতে পারি এবং একটি ফটো হলেও আমরা রেখে দিতে পারি তখনকার সময় সেটি করা অনেক দুষ্কর ব্যাপার ছিল।
তবে তখনকার সময়ের কিছু কিছু বুদ্ধিমান ব্যক্তিরা ছিল যারা ভেবেছিল যে একটা সময় পর তাদের এই শৈশবের জিনিসগুলো যেরকম তারা দেখতে পারবে না৷ তাদের পরবর্তী প্রজন্মরাও এগুলো দেখতে পারবে না৷ যার ফলে তারা যদি ফটোগ্রাফি করার ব্যবস্থা থাকত সেটি করতো৷ অথবা তারা এমনভাবে বাস্তব চিত্রকে লিপিবদ্ধ করে রেখে দিত যাতে করে পরবর্তী প্রজন্ম দেখতে পারে৷ এমন অনেক ক্ষেত্রে ঘটেছে জাদুঘরের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা হয়তো পরবর্তী প্রজন্মের কাছে একেবারে অচেনা হবে৷ পরবর্তী প্রজন্ম এগুলো কি জিনিস সেগুলো বুঝতেও পারবে না৷ এভাবেই প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে যেতে অনেক কিছুই ঘটতে থাকবে৷ তবে এক্ষেত্রে যদি আমরা সবকিছু খুব ভালোভাবে দেখে নিতে পারি তাহলে আমরা আমাদের শৈশবের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বুঝতে পারব।
শৈশবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল এবং সেখানে গরুর গাড়িতে অনেকেই চড়তো৷ পালকিও ছিল। পালকির আগেও অনেক কিছু ছিল৷ পালকিতে করে বিবাহ হতো৷ পালকিতে যখন মানুষজন নিয়ে যেত তখন তার পিছনে পিছনে মানুষজন হেটে আসতো৷ একই সাথে সেখানে যে গরুর গাড়ি ছিল সে গরুর গাড়িতে করেও যেত৷ ঘোড়ার গাড়িতে করে যেত৷ গরু দিয়ে মাঠে হাল চাষ করা হতো৷ অনেক ধরনের ছোট থেকে বড় অনেক কাজ করা হতো অনেক কিছু দিয়েই৷ এমন অনেক বিষয় রয়েছে যা এখানকার মানুষজন জানেও না৷ অনেকের কাছে হয়তো সেটি কখনো দেখাও হয়নি৷ আমাদের নিজেদেরও এমন কিছু রয়ে গিয়েছে যা হয়তো আমরা তখন দেখিনি৷ তবে আমাদেরকে বলা হয়েছিল এরকম কিছু ছিল। তবে সেগুলো আমরা কখনোই দেখতে পাইনি।
একই সাথে এখনকার সময় আমরা যে ছোট মানুষদেরকে দেখতে পাচ্ছি তারা আধুনিকতার ছোঁয়া এতটাই মগ্ধ হয়ে গিয়েছে যে তারা সবসময় ডিভাইস নিয়ে পড়ে থাকে৷ যেকোন ডিভাইসে তারা আসক্ত হয়ে পড়েছে৷ কোন ধরনের খেলাধুলা করা তো অনেক দূরের কথা৷ তারা মোবাইল গেম এর মধ্যেই আসক্ত৷ এই গেম তাদেরকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে৷ গেম খেলা যেরকম খারাপ একটি বিষয় তেমনি তাদের মস্তিষ্ককে যেভাবে এই গেম পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেটি তারা এখন বুঝতে পারছে না৷ তারা তাদের শৈশবের যদি স্মৃতি কখনো লিখতে বলা হয় তাহলে তারা একটা সময় লিখবে যে, তাদের একটা গেম ছিল মোবাইলের মধ্যে তারা খেলেছিল৷ সেটি এখন আর নেই৷ এরকম অনেক কিছুই লিখবে৷ তবে আমরা হাজারো কথা লিখে নিতে পারব৷ তবে সে ক্ষেত্রে অনেক কিছুই আমাদের অজানা থেকে যায়৷ যা হয়তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম গুলো দেখেছিল।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
|---|---|
| ফটোগ্রাফার | @bijoy1 |
| ডিভাইস | Samsung Galaxy M34 5g |
| লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹







https://x.com/i/status/1999328825801605299
https://x.com/i/status/1999067435501330769
https://x.com/i/status/1999067289623339368
https://x.com/i/status/1999067283705172050
https://x.com/i/status/1999067044168528001
ভাই আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। এটা ঠিক যে আমাদের শৈশবকালে আমরা যে আনন্দটা করতাম এখন এই প্রজন্মের শিশু গুলো সেগুলো খুঁজে পায় না। বলতে গেলে আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে।ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে