You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত কবিতাঃ তোমার প্রতীক্ষায়। by @ti-taher

in আমার বাংলা ব্লগ2 months ago

বাহ খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি। আসলে প্রথম থেকে আপনি খুব সুন্দর কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকে সেই রকম সুন্দর একটি পোস্ট এর মধ্যে কবিতা শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ এই কবিতার মধ্যে আপনি যে লাইনের সামজ্ঞস্যতা রেখেছেন যা খুব ভালোভাবে দিয়েছেন৷ এই কবিতাটি যখন আমি পড়ছিলাম তখন আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগছিল৷ আপনি নতুন অবস্থা দেখে এরকম সুন্দর কবিতা তৈরি করে ফেলেছেন৷ পুরাতন হতে হতে না জানি আর কি সুন্দর কবিতা শেয়ার করবেন৷

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71122.86
ETH 3848.97
USDT 1.00
SBD 3.49