You are viewing a single comment's thread from:
RE: ক্রিয়েটিভ রাইটিং :-তুমি যা ছিলে সময় তোমাকে তাই বানাবে।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে সৃষ্টিকর্তা চাইলে সবকিছু করতে পারেন৷ মানুষজনকে তিনি শুধু মাত্র পরীক্ষা করে থাকেন৷ মানুষজন সেই পরীক্ষায় পাশ করে কিনা তিনি সেগুলো দেখে থাকেন৷ আর যারা পাশ করে যায় তারা ভালো থাকে৷ আর যারা এখানে পাস করে না অহংকার করে থাকে, তারাই ধ্বংস হয়৷ কিছু কিছু মানুষকে সৃষ্টিকর্তা এমন কিছু দিয়ে থাকেন যে তারা দেখে উপরের দিকে উঠতে থাকে৷ তারা যত বেশি সফল হতে থাকে তারা তত বেশি অহংকারী৷ তারা তাদের অতীতের সেই কষ্ট ভুলে যায়৷ তবে একটা সময় পর সৃষ্টিকর্তা আবারও তাদেরকে সেই অবস্থানে ফিরিয়ে দিতে পারেন৷ যার ফলে তারা সে থেকে শিক্ষা গ্রহণ করতে পারে৷ তবে এক্ষেত্রে বেশিরভাগ মানুষই থাকে যারা যখন কোন ধরনের খারাপ সময় থেকে ভালো সময় উঠে যায় তখন তারা অতীত ভুলে যায়৷ তারা সেই কষ্ট ভুলে গিয়ে অকৃতজ্ঞ হয়ে যায়৷