You are viewing a single comment's thread from:
RE: ছোটগল্প "রক্তঝরা অভিশপ্ত রাত" - ০৪
দাদা পূর্ব দিকে যখন প্রহরীরা সিংহর আক্রমণ ঠেকানোর জন্য ব্যস্ত ছিল। তখন পশ্চিম দিক থেকে প্রহরীদের অসতর্কতাবশত সিংহরা প্রবেশ করে। এবং সিংহরা সেখানে হত্যাযজ্ঞ চালাতে লাগে খুবই ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি হয়। দাদা সিংহের আক্রমণে শিশুর হাফপ্যান্ট দেখে তাকে সনাক্ত করা হলো এই বিষয়টি আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। গল্পটি পড়ে গায়ের পশম দারিয়ে যাওয়ার মত হয়েছে।