বন্ধুদের সঙ্গে কাটানো কিছু ভালো-লাগার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুত্বের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত , তো চলুন শুরু করি,

IMG_20251022_214715.jpg

এই যে দিনটা, এটা আমার কাছে চিরকাল অমলিন হয়ে থাকবে। আজ সকালে আমরা ক'জন বন্ধু মিলে এক হয়েছিলাম—আমি আর আমার সেই প্রিয় মুখগুলো, যাদের দেখলে মনটা এক নিমেষেই শান্ত হয়ে যায়। আমরা সবাই একসঙ্গে হলে অন্যরকম একটা উৎসব শুরু হয়ে যায়, আজ সকালেও তার ব্যতিক্রম ছিল না।

​কথা বলতে বলতে, হাসতে হাসতে আমরা যখন কিছুটা পুরোনো দিনের মেজাজে ফিরে গেলাম, ঠিক তখনই যেন ভেতর থেকে একটা দুষ্টুমি ভর করলো আমাদের ওপর। হঠাৎ করেই কেউ একজন শুরু করে দিল হালকা ধাক্কাধাক্কি, আর তারপরই কোথা থেকে যেন এক মজার কুস্তি শুরু হয়ে গেল আমাদের মধ্যে,

​দেখতে বাইরে থেকে হয়তো মনে হবে, আমরা বুঝি মারামারি করছি, কিন্তু যারা আমাদের চেনে, তারা জানে যে এটা কোনো মারামারি নয়। এটা আমাদের ভালোবাসা প্রকাশের একটা অন্যরকম ভাষা, এক ধরনের পাগলামি। আমার দুই বন্ধু—যাদের একজন হয়তো অন্যজনকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়েছে, মুখ চেপে ধরার চেষ্টা করছে, আর অন্যজন প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে—তাদের এই দৃশ্যের দিকে তাকিয়ে আমরা বাকিরা তো হেসেই খুন, হাসির রোল থামতেই চাইছিল না। এই মাটির কাছাকাছি নেমে এসে একটু ধুলো মেখে একাকার হয়ে যাওয়া, এটাই তো আমাদের বন্ধুত্বের সৌন্দর্য। এখানে কোনো ভান নেই, কোনো আড়ম্বর নেই। আছে শুধু কাঁচা আনন্দ আর একে অপরের প্রতি অকপট ভালোবাসা।

​এইরকম মুহূর্তগুলোই তো আমাদের বন্ধুত্বকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। জীবনের যত চিন্তা, যত জটিলতা—সব যেন ওই সময়টায় দূর হয়ে যায়। মনে হয়, পৃথিবীর সবথেকে সহজ আর সরল জায়গায় আছি আমরা। এই কুস্তি, এই হাসাহাসি, এই মাটি মাখা মুহূর্তগুলো—এসবই তো ভালোবাসার নির্ভেজাল বহিঃপ্রকাশ। একজন আরেকজনের ওপর ঝাঁপিয়ে পড়ছি, কিন্তু মনের ভেতর কোনো রাগ নেই, আছে শুধু অসীম ভরসা আর অগাধ বিশ্বাস। আমরা জানি, যতই লড়াই করি না কেন, শেষ পর্যন্ত আমরা সবাই এক।

​আজকের এই ছবিটা, মানে, এই স্মৃতিটা—এটা শুধু একটা মজার মুহূর্ত নয়। এটা আমাদের বন্ধুত্বের একটা জীবন্ত দলিল। এটা প্রমাণ করে, আমাদের সম্পর্কটা কতটা গভীর, কতটা মজবুত। এরা শুধু আমার বন্ধু নয়, এরা আমার পরিবারেরই অংশ, যারা আমার জীবনে হাসি আর আনন্দের রং ছড়িয়ে দেয়। আমার জীবনের পথে এরা আমার সঙ্গী, আর এদের সঙ্গে কাটানো এই প্রতিটি মুহূর্তই আমার কাছে অমূল্য।

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg