জীবনের মৌসুম/ The Season Of Life

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু অলাইকুম।
আশা করছি সবাই ভালো আছেন। আগেই বলেছি, হাতে কলম ধরলে আমার মোটিভেশনাল টাইপ কিছু লিখা চলে আসে। আজ আমি বছরের ৩ টি মৌসুম এর সাথে আমাদের জীবন টা কেও তুলে ধরলাম।

ধরুন এক বছরে তিনটি মৌসুম থাকে। গ্রীষ্ম, বর্ষা আর শীত। আমরা প্রতিটি মৌসুম শুরু হওয়ার আগে কি করি সচরাচর?এক এক মৌসুম এর জন্য সেই অনুযায়ী প্রয়োজনীয় জিনিসগুলি কিনে রাখি এবং পরিকল্পনা করি। যেনো আমরা এগুলো ব্যবহার করতে পারি এবং মৌসুমের প্রতিটি মুহুর্ত উপভোগও করতে পারি।

pexels-mike-145685.jpgPhoto Source: https://www.pexels.com/search/free/

আমরা যদি আমাদের জীবনকেও এক বছর হিসেবে বিবেচনা করি তবে এটিরও তিনটি সিজন রয়েছে। শৈশব, যৌবন এবং বার্ধক্য। আপনার কী মনে হয়, আপনি প্রতিটি মৌসুম যেমনটা উপভোগ করছেন, তেমন আপনার জীবনটাও উপভোগ করছেন? না।

pexels-bibhukalyan-acharya-1463530.jpgPhoto Source: https://www.pexels.com/search/free/

আপনি কেবল আপনার শৈশব উপভোগ করেছেন (এটিও নির্ভর করে), একবার আপনি প্রাপ্তবয়স্ক হয়ে উঠলে, আপনি বার্ধক্য সম্পর্কে ভাবতে শুরু করে দিন। আপনি বার্ধক্যের জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু করতে থাকেন। আপনি জানেন, এটি আমাদের মানবিক স্বভাব। আমাদের যা আছে তা নিয়ে আমরা কখনই সন্তুষ্ট হতে পারি না। আমরা সবসময় ভাবছি যে আমরা যদি সমস্ত কিছু সুরক্ষিত করি তবে আমরা বার্ধক্য উপভোগ করতে পারবো এবং আমরা আমাদের যৌবন এর সময়টা উপভোগ করতেই ভুলে যাই। যেই সময়টি কখনই আর আপনার জন্য থেমে থাকবে না।

pexels-pixabay-101529.jpgPhoto Source: https://www.pexels.com/search/free/

আপনি যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, তখন আপনার আফসোস হবে যে আপনি নিজের যৌবনের সময় উপভোগ করেন নি। তদুপরি, আপনার কাছে যা সময় আছে তা বিভিন্ন কারণে আপনি উপভোগ করতে পারবেন না এটাই বাস্তব। সুতরাং, আপনার জীবন পরিকল্পনা এবং অনুশোচনা দিয়ে শেষ হবে। আমরা প্রতিটি মৌসুম উপভোগ করছি, অথচ জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করতে পারছি না!

আপনার জীবনের প্রতিটি মুহূর্তটি উপভোগ করা উচিত এটি বিবেচনা করে যে, এটি বেঁচে থাকার শেষ মুহূর্ত। বর্তমান মুহুর্তে বেঁচে থাকুন, অতীত ইতিমধ্যে চলে গেছে, আপনি ভবিষ্যতের কথা জানেন না। মনে রাখবেন আপনি যদি বর্তমান মুহুর্তে সুখী হতে পারেন তবেই কেবল ভবিষ্যতে আপনি সুখী হতে পারেন। আসুন একটু চেস্টা করেই দেখি না হয়!

©️জান্নাতুল ফেরদৌস বৃস্টি, ধন্যবাদ।

⬜⬛⬜⬛⬜⬛⬜⬛⬜⬛⬜⬛⬜⬛⬜⬛⬜⬛

20210717_030951.jpg"আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, বাংলাদেশ থেকে৷ একজন ইউনিভার্সিটির লেকচারার তবে পাশাপাশি একজন মোটিভেশনাল বক্তা হবার ইচ্ছে রাখি।"

➡️ এই লিংকেঃ https://steemit.com/hive-172186/@brishti/allow-me-to-introduce-myself-shortly
আমার পরিচিতির এবং একাউন্ট ভেরিফাইড এর পোস্ট রয়েছে।

➡️ Follow Me On Other Sides
Facebook:https://www.facebook.com/nourinafrin.dipa.92
Discord user name: Nourin#2965

অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য❤️

Cc:
@rme
@blacks
@hafizullah
@shuvo35
@moh.arif
@rex-sumon
@winkles
@endingplagiarism
@royalmacro
@amarbanglablog
@curators
@royalmacro
@photoman

Sort:  
 3 years ago 

Screenshot_20210717-163636_Twitter.jpg

 3 years ago 

শুরুতেই নিজের ভীতির কথা জানাচ্ছি এতোগুলো মানুষের প্রতি ট্যাগ দেখে :(

হ্যা, এটা সত্যি যে আমরা ব্যর্থ হওয়ার পূর্বেই ব্যর্থ হয়ে যাই কারন আমাদের ভুল মানসিকতা। আমাদের যা কিছু আছে শুধুমাত্র তার সঠিক ও পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারলেই পুরো বছর না পুরো জীবনটাকে উপভোগ্য রাখা সম্ভব। ধন্যবাদ

 3 years ago 

ভয় পেয়েছেন ট্যাগ দেখে😂। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য 😇

hafizullah ভাইকে ট্যাগ করবেন না। উনি ট্যাগিং পছন্দ করেন না।

 3 years ago 

ওহ আচ্ছা জানতাম না 😰

ভালো বলেছেন। আপনার পোস্টটি আমাকে একটা বিষয়ে লেখার আইডিয়া দিয়েছে। 💗

 3 years ago 

প্লিজ লিখে ফেলুন আর দেরি নয় 🤩। অপেক্ষায় রইলাম, ধন্যবাদ।

 3 years ago 

দারুন মোটিভেশনাল লেখা, পড়ে ভালো লাগলো ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ স্যর পোস্টটি পড়ার জন্য 😇😇😇

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60896.14
ETH 2915.81
USDT 1.00
SBD 3.55