DIY(এসো নিজে করি)রঙিন কাগজের তৈরি জবা ফুল।১০% লাজুক-শিয়াল এর জন্য।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷
প্রয়োজনীয় উপকরণসমূহ |
---|
রঙিন কাগজ
পেন্সিল
আঠা
কাচি
স্কেল
প্রথম ধাপ
এরপর আমি এটিকে ভাজ করে নিলাম।একভাজ করে নেয়ার পর আরেকভাজ করলাম।এখন এটি ছোট বর্গাকার কাগজ হলো।এরপরে আমি কোণা থেকে একভাজ করে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপরে পেন্সিলের সাহায্যে একটি পাপড়ি একে নিলাম এরমধ্যে। এই দাগ বরাবর কাচি দিয়ে কেটে নিলাম।
তৃতীয় ধাপ
কেটে নেয়ার পর আমি এটিকে ভাজ থেকে খুলে নিলাম। এখন এটি একটি বড় আকারের ফুলে পরিণত হয়েছে।
চতুর্থ ধাপ
তারপর আবার এক পাপড়ির ভাজ কেটে নিলাম অর্ধেক পর্যন্ত।
কেটে নেয়ার পর সেই পাপড়িতে সামান্য আঠা লাগিয়ে পাশের পাপড়িটি আঠা লাগানো পাপড়ির উপর বসিয়ে দিলাম।
তারপর পেন্সিলের সাহায্যে পাতাগুলোকে কিছুটা বাকিয়ে নিলাম।
পঞ্চম ধাপ
এইবার আমি ১ইঞ্চি পরিমাপ প্রস্থ এবং ৪ইঞ্চি পরিমাপ দৈর্ঘ্য নিয়ে হলুদ রঙের কাগজ কেটে নিলাম।
তারপরে এটির একপাশে চিকন করে কেটে নিলাম, চিত্রের মাধ্যমে দেখিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ
এরপরে ১ইঞ্চি পরিমাপ প্রস্থ এবং ১০ ইঞ্চি পরিমাপ দৈর্ঘ্য নিয়ে সবুজ রঙের কাগজ কেটে নিলাম।
তারপরে এক কোণা থেকে ভাজ করতে করতে আমি একটি স্টিক তৈরি করে নিলাম।শেষ প্রান্তে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।এভাবে একটি স্টিক তৈরি করে নিলাম।
সপ্তম ধাপ
তারপরে এই স্টিকের উপরের দিকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।এক্ষেত্রে আমি উপর থেকে নিচের দিকে বাকা করে লাগালাম।
অষ্টম ধাপ
এরপরে আমি সেই ফুলটি নিলাম।ফুলের গোড়ার দিকে এক কোণে কিছুটা অংশ কেটে নিলাম।
কেটে নেয়া অংশে আমি এই সবুজ আর হলুদ রঙের তৈরি করা স্টিকটি সেই ফুলের মধ্যে দিয়ে দিলাম।
নবম ধাপ
এখন আমি একটি সবুজ রঙের কাগজ নিলাম। এটিকে মাঝ বরাবর লম্বালম্বিভাবে ভাজ করে নিলাম।
তারপরে পেন্সিলের সাহায্যে সেই ভাজ করা কাগজের মধ্যে পাতার অর্ধেক অংশ একে নিলাম।
এরপরে কাচি দিয়ে সেই অংশ কেটে নিলাম। এভাবে করে আমি ২টি পাতা কেটে নিয়েছি। পাতাগুলোর কিনারায় কিছুটা কেটে ডিজাইন করে নিয়েছি
দশম ধাপ
এরপরে আমি সেই ফুলের স্টিকে পাতা ২ টি লাগিয়ে দিলাম। আর তা ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম।
এভাবে সুন্দর করে একটি জবা ফুল তৈরি করে নিলাম।
একইভাবে আমি আরেকটু ছোট আকারে নীল এবং হলুদ রঙের ২টি জবা ফুল তৈরি করে নিয়েছি।
আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
রঙিন কাগজের তৈরি জবা ফুলটি অনেক সুন্দর লাগছে দেখতে সত্যি আপনার সৃজনশীলতা অনেক ভালো রঙিন কাগজ দিয়ে জবা ফুল তৈরি আমি কখনো দেখি নাই এই প্রথম দেখলাম অসম্ভব সুন্দর লেগেছে কালার কমিউনিকেশন ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া।
আপনার তৈরি করা প্রত্যেকটা ডাই পোস্ট অসাধারণ হয়। আজকে রঙিন কাগজ দিয়ে তৈরি করা জবা ফুল গুলো দেখতে একজন সত্তিকারের জবা ফুলের মত লাগছিল। মনে হচ্ছে আপনি অনেক সময় নিয়ে এই ফুলগুলো তৈরি করেছেন। এরকম ফুলগুলোর টেবিলের উপরে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আপু।
জবা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে আপু। কালার গুলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে পাতাগুলো অনেক বেশি সুন্দর করে তৈরি করেছেন। টেবিলের সাজিয়ে রাখার জন্য বেশ ভালো একটি জিনিস। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করবার জন্য। শুভেচ্ছা নিবেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ আপু। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি জবা ফুল তৈরি করেছেন। আপনার তৈরি জবা ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের ভিতরের পাপড়ি গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি জবা ফুলের ক্রাফট প্রস্তুত করেছেন দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেলাম কালারটা দারুণ ফুটেছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ।
ফুলগুলো তো কাগজের তৈরি নয় দেখে মনে হচ্ছে সত্তিকারের জবা ফুল। খুবই সুন্দর ছিল আপনার তৈরীকৃত ফুলগুলো। প্রত্যেকটি ধাপে সুন্দরও সচ্ছল ভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
অনেক সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের তৈরি জবা ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আপু। আপনি খুবই চমৎকার ভাবে যত্ন সহকারে জবা ফুলের এই ধাপগুলো আমাদের মাঝে আজকে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ হয়েছে আপু। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুলগুলো দেখতে বেশ দারুন লাগছে। খুব ধৈর্য সহকারে রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। আপনি আপনার তৈরীর পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর জবা ফুল তৈরি করলেন আপু। আপনার তৈরি করা ফুলটি সত্যিই জবা ফুলের মতো মনে হচ্ছে। ফুলগুলোর কালারও বেশ চোখে পড়ার মতো। ফুলগুলো তৈরি করার প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।