You are viewing a single comment's thread from:

RE: কৃতজ্ঞতাবোধ শব্দটি বর্তমানে প্রায় বিলুপ্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

এই যে ৩টা অনুচ্ছেদ সবটাই মুখস্ত। কিন্তু ঐ যে বললেন কৃতঘ্ন শব্দটার কথা,সেটা বারবার মুখস্ত করতাম।তবে এটা ঠিক পূর্বেকার সময়ে এই শব্দটা ব্যবহৃত হতো না।কারণ তখনকার মানুষ কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ এর মধ্যে সীমাবদ্ধ ছিল।আর বর্তমানে উপকার কারীর পিছনেই লেগে যায় সে মানুষগুলো যাদের উপকার করে এসেছিল।আমি নিজেও এমন মানুষ দেখেছি,দেখছি আমাদের নিজেদেরই মানুষ তারা।তাদের উপকার করে এসেও এখন সেই উপকারের দাম নেই, সামান্যতম কৃতজ্ঞতাবোধ তাদের নেই। আপনার পরিবারে ঘটে যাওয়া প্রত্যেকটা কাহিনী পড়ে বেশ খারাপ লাগলো।সবার জন্য এতকিছু করার পরও তারা এমন করতে পারলো।আসলেই মানুষ এমন কেন বুঝিনা,যার ভালো চাই সেই উলটো ছুরি মেরে বসে।