সৃষ্টির শুরু থেকে ধীরে ধীরে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করা শিখে গিয়েছে। তখন একসাথে থাকার কারণে মানুষেরা একে অপরের বিপদে আপদে সবসময় এগিয়ে আসতো এবং সব কাজেই দলবদ্ধ হয়েই থাকতো। কিন্তু বর্তমানে দেখা গেছে যে কেউ একসাথে থাকতে গেলেও অন্য কেউ চায় না যে একসাথে থাকুক। তারা একাই সুখী হতে চায় নিজের স্বার্থ নিয়ে। যাইহোক কথাগুলো খুব ভালো লাগলো। আসলেই এভাবে একদিন মানুষের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। লোভ লালসা সবকিছুকে গ্রাস করে ফেলবে।