একদম মনের কথাগুলো লিখেছেন আপু।পরিবর্তন ভালো হলে ভালো। কিন্তু পরিবর্তনের কারণে যদি মানুষ নিজের অতীত ভুলে যায় তাহলে সেটা কখনোই সুখকর নয়।ভালো পরিবর্তন সবাই কামনা করে। কিন্তু রূপ পরিবর্তন কেউই কখনো কামনা করে না। কারণ এই রূপ পরিবর্তন মানুষকে অনেকটাই কষ্ট দিয়ে ফেলে। লেখাগুলো একদম মনে লেগেছে আপু।