নিজের মতের সাথে যায় না তেমন মতামত দেখলে সেখানে সহ্য করে নেওয়াটা নিজের জন্যে খুব কঠিন হয়ে যায়।যেনো নিজের সাথে নিজের ই যুদ্ধ।আর এ যুদ্ধে বরাবর ই পরাজিত হই আর মুখ ফসকে অনেক কিছুই বলে ফেলি বা করেও ফেলি।যেটা অবশ্যই শেষ পর্যন্ত নিজের ক্ষতি ই বয়ে আনে।
আমিও একটা সময় এমন ছিলাম আপু। যেটা সঠিক সেটা না হলে বিপরীতে কথা বলতে পারতাম। কিন্তু বর্তমান সময়ে এত পরিমান সহ্য ক্ষমতা আমার হয়েছে যেটা আমার জীবনে অনেক কিছুই এনে দিয়েছে। সত্যি কথা বলতে আপনার যেমন মেন্টালিটি তেমনটা আমারও ছিল। তবে বর্তমান সময়ে দেখেছি সহ্য করে গেলে অনেক কিছুই ভালো ফলাফল পাওয়া যায়। আর এখনো পর্যন্ত সহ্য করছি শুধুমাত্র একটা ভালো দিনের অপেক্ষায়। আমি আশা করি আপনিও একদিন এই সহ্য ক্ষমতার মধ্যেই চলে আসবেন। আর তখন দেখবেন আপনার জন্য সবকিছুই ভালো হবে। জীবনে ভালো কিছু পেতে হলে সহ্য ক্ষমতা অসীম থাকা প্রয়োজন আপু।