বাহ বাহ, ভাইয়া তো দেখছি দারুন রান্না করেন। এত সুন্দর করে রান্না করেছেন যা দেখেই লোভ লাগছে। আসলে এভাবে নাগা চিকেন কখনো খাওয়া হয়নি। আর বাসায় তৈরি করে তো খাওয়াই হয়নি। দারুন একটা রেসিপি তৈরি করেছেন। আর লাস্টের নাগা মরিচটা কুচি করে দিয়েছেন এর কারণে ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যাবে।