You are viewing a single comment's thread from:
RE: আবেগের কবিতা || হৃদয়ের রক্তক্ষরণ || Original Poetry by @hafizullah
বর্তমান সময়ে এক রকম ইনকামে সবকিছু সামলানো অনেক কঠিন। তবুও সবাই কষ্ট করে চলছে।যাইহোক কবিতায় আসি,এখানে মানুষের মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব ফুটে উঠেছে। আসলে স্বার্থের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, যা হৃদয়ের ক্ষত সৃষ্টি করে। তবুও, ভালোবাসা এবং বিশ্বাস মানুষের মনকে একত্রিত করে। যদিও যন্ত্রণা ও অনিশ্চয়তা সবসময় সঙ্গী থাকে তবুও জীবনকে চালিয়ে নিতে হয়। হয়তো মনের মত হয় না এই আরকি।