সত্যি ভাইয়া ছোটবেলার আনন্দটাই সবার চেয়ে বেশি আনন্দময় ছিল। সেই সময়ে বড়রা ছোটদের কে জামা কাপড় দিত, সালামি দিত। আর এই মুহূর্তগুলো মনে পড়লে খুব ভালো লাগে। আর এখন আমরা বড় হয়ে গিয়ে নিজেরাই সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। বাবুর জন্য মাকসুদা আপু বেশ সুন্দর কিছু জামা পাঠিয়েছে, দেখে ভালো লাগলো।