জীবন চলার পথে টাকার কোনো বিকল্প নেই ঠিক তেমনি টাকা দিয়েও জীবনের সবকিছু পাওয়া যায় না।অনেকের অনেক টাকা কিন্তু তাদের জীবনে কোনো সুখ নাই আবার এমনও অনেক মানুষ দেখা যায় তাদের অভাব থাকলেও সুখের কোনো কমতি নাই।তবে টাকার প্রয়োজন আছে এটাও অস্বীকার করার কিছু নাই।সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
টাকার অবশ্যই প্রয়োজন আছে জীবনে,কিন্তু টাকা টাই জীবনের মুখ্য লক্ষ্য নয়।ধন্যবাদ কাকিমা নিজের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য।