আছিয়ার মৃত্যু সত্যি হৃদয়বিদারক একটি ঘটনা সকলের হৃদয় নাড়িয়ে দিয়েছে অথচ যারা এর বিচার করবে তাদের মনে কি একটুও প্রভাব পড়েনি,তাদের কি একটুও কষ্ট হচ্ছে না,তারা কি রক্তে মাংসে গড়া মানুষ নয়!জানিনা আর কত আছিয়ার মৃত্যু দেখার পর তাদের হুঁশ ফিরবে?আর বলার মতো কোনো ভাষা আমার জানা নেই! 😭😭🙏
সবার সুবুদ্ধির উদয় হোক বৌদি, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।