You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৩৪ [ তারিখ : ০৬-১২-২০২৫ ]
আমার আজকের রেসিপি টি ফিচার্ড আর্টিকেল প্রকাশ করা হয়েছে এটা দেখে খুবই আনন্দিত হলাম।নিজের রান্না করা রেসিপি বলে বলছি না সত্যিই রেসিপি টি চমৎকার সুস্বাদু হয়েছিলো।রান্না হলো একটি শিল্প তাই আমরা যদি চাই একেক দিন একেকভাবে রান্না করতে পারি হোক সেটা মশলাযুক্ত বা তেলমশলা ছাড়া। আমার কাছে মনে হয় আমি রান্নায় তেলমশলা কতোটুকু ব্যবহার করেছি সেটা বড় কথা নয়,রান্নার সময় আমি কতোটুকু মনোযোগ ও যত্ন দিলাম সেটাই সবচেয়ে বেশি জরুরি। আর এই দুটো জিনিস সঠিকভাবে দিলে তবেই সেই রান্নাটা খেতে অবশ্যই সুস্বাদু হবে।আবারও অনেক অনেক ধন্যবাদ। 🙏🙏