অন্তিম সীমানা গল্পের তৃতীয় পর্বটা দারুণ suspense আর আবেগে ভরা।এখানে ভয়, ইতিহাস আর রহস্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন দাদা।হয়তো আগের পর্বগুলোর সাথে সংযোগও খুব ভালো হয়েছে।যদিওবা আমি আগের পর্ব গুলো পড়িনি তবে এটাই মনে হলো।গল্পটা পড়তে গিয়ে সত্যিই মনে হলো যেনো সবকিছু চোখের সামনে ঘটছে। আর তাই তো পরের পর্বের জন্য আগ্রহ আরও বেড়ে গেলো।ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।