আমার বাংলা ব্লগ একটা সময় ছিলো প্রতিদিন প্রতিটি মুহূর্ত আমরা সবাই একসাথে উপভোগ করেছি।কিন্তু হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেলো বুঝতেই পারলাম না।কিছু মানুষের স্বার্থের জন্য সুন্দর একটা পরিবার নষ্ট হয়ে গেলো।আমার বাংলা ব্লগ শুধু টাকা ইনকামের জন্য না এটা ছিলো সবার প্রাণের স্পন্দন এখানে হাসি আনন্দ সবকিছুই ছিলো কিন্তু এখন আর সেই আনন্দ পাই না তাই তো কাজের আগ্রহ হারিয়ে ফেলেছি।তবে কখনোই কাজ বন্ধ করবো না আমি আমার মতো করেই লিখবো হয়তো প্রতিদিন পারবো না তবে সারাজীবন এভাবেই থাকবো।নতুন বছর আপনার সকল কষ্ট গুলো দূর করে দিক সেই সাথে আবার যেনো আমরা একত্রিত হতে পারি সেই প্রার্থনা করি।শুভকামনা নিরন্তর ভাই। ❤️❤️