শিক্ষার গুরুত্ব

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আমাদের এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সব সময় চালিয়ে যায়। আসলে মানুষ যখন বিভিন্ন ধরনের কাজ করে তখন সেই কাজের সম্পর্কে তার একটা পরিকল্পনা থাকতে হয়। শুধুমাত্র কাজ করলেই কিন্তু হবে না। কাজ করার আগে যদি সঠিক কোন পরিকল্পনা না থাকে তাহলে সে কাজ কখনোই সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। আর এই পরিকল্পনা মানুষের মাথায় তখনই আসে যখন মানুষ শিক্ষা গ্রহণ করে। আর এই শিক্ষা হলো মানুষের মানসিকতাকে বিকাশ করে। শিক্ষা ছাড়া এই পৃথিবীতে কোন মানুষের দ্বারা ভালো কোন কাজ কখনোই হতে পারে না। শিক্ষাই এই পৃথিবী থেকে সকল দুঃখ-কষ্টকে দূরে সরিয়ে দিতে পারে।



আসলে আমাদের সবাইকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে অবশ্যই। কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড। আর একটা শিক্ষিত জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে সব সময় দাঁড়াতে পারবে। কিন্তু এই পৃথিবীতে যারা শিক্ষা গ্রহণ করে না তারা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অর্থাৎ অশিক্ষিত লোকের দ্বারা এ পৃথিবীতে তেমন কোনো ভালো কাজ কখনোই সম্পন্ন হতে পারে না। আসলে তারা জানেই না যে কোনটা খারাপ এবং কোনটা ভালো। আসলে শিক্ষা মানুষের ভিতরে এই খারাপ এবং ভালো এই দুটির পার্থক্য বুঝতে সাহায্য করে। যে জাতি শিক্ষা ক্ষেত্রে যত পিছিয়ে সে জাতি ততটা পৃথিবী থেকে পিছিয়ে থাকে।

এছাড়াও একটা জাতিকে শিক্ষিত করতে হলে প্রথমে মা-বাবাকেও কিন্তু শিক্ষিত হতে হবে। কারণ একটা মা-বাবা যখন শিক্ষিত হবে তখন সেই মা-বাবা চাইবে যে তার সন্তানটিও যেন শিক্ষিত হয়ে জীবনে একজন ভালো মানুষ হতে পারে। আসলে শিক্ষা মানুষকে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে স্থান দেয়। এই শিক্ষার প্রভাব যে আমাদের জীবনে কতটা বেশি তা একজন শিক্ষিত ব্যক্তি সবসময় বুঝতে পারে। আসলে অশিক্ষিত ব্যক্তি কখনোই শিক্ষার গুরুত্ব বুঝতে পারেনা। কারণ তারা তো কখনো শিক্ষা গ্রহণ করেনি। শিক্ষা মানুষকে একজন সঠিক মানুষ হিসেবে সমাজে পরিচিত করতে পারে। শিক্ষা মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করতে পারে।


আসলে শিক্ষার গুরুত্ব যখন একটা জাতি বুঝতে পারবে তখন সেই জাতির সকলে শিক্ষা গ্রহণ করবে। আসলে পৃথিবীতে যারা অশিক্ষিত ব্যক্তি তাদেরকে এই শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝাতে হবে যে শিক্ষার গুরুত্ব আমাদের সকলের জীবনে অনেক বেশি দরকার। আর একজন শিক্ষিত ব্যক্তি সমাজের জন্য সবসময় উন্নয়নমূলক কাজ করে। তাইতো দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে সবাইকে শিক্ষিত করতে হবে। আর এই শিক্ষাকে সবার মাঝে বিনামূল্যে প্রদান করতে হবে। কারণ শিক্ষা কখনো টাকার বিনিময়ে প্রদান করা উচিত নয়। আর একটা শিক্ষিত জাতির জন্য দেশ সব সময় গর্ববোধ করে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62606.46
ETH 3024.95
USDT 1.00
SBD 3.90