টাকা ছাড়া পৃথিবীতে সম্মান নেই
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকা ছাড়া পৃথিবীতে সম্মান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই পৃথিবীতে শুধুমাত্র সম্মান আছে যারা ধনী পরিবারের লোক। অর্থাৎ আপনার কাছে যত বেশি টাকা আছে আপনি এই পৃথিবী থেকে তত বেশি সম্মান পেতে পারেন। আসলে টাকার কতটা পাওয়ার তা আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু টাকার জন্য যারা আপনাকে সম্মান করবে তারা কিন্তু আপনাকে মন থেকে কখনো সম্মান করবে না। কেননা তারা আপনার অর্থ দেখে আপনাকে সম্মান করেছে আপনার ব্যক্তিগত চরিত্র দেখে আপনাকে কখনো সম্মান করেননি। আসলে এই পৃথিবীতে যারা ভালো লোক তাদেরকে মানুষ মন থেকে সম্মান করে এবং মন থেকে ভালবাসেন। আর তাদের ভালোবাসার ক্ষেত্রে কোন ধরনের কোন প্রকার খাদ থাকে না। আসলে এই পৃথিবীতে বর্তমান সময়ে টাকা না থাকলে মানুষ মানুষকে কখনো মানুষ বলে মনে করে না।
আসলে এই অর্থ উপার্জনের জন্য মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করে এবং সামান্য অর্থের জন্য অনেক মানুষ রয়েছে যারা দিনরাত না খেয়ে থাকে। আসলে এই পৃথিবীতে দিনমজুর শ্রেণীর লোকেরা তারা কিন্তু দিন আনে দিন খায়। অর্থাৎ তারা যদি একদিন কাজে বের না হয় তাদের পরের দিন কিভাবে তাদের সংসার চলবে তা তারা নিজেরাও বুঝতে পারে না। আসলে এজন্য এই জীবনে অর্থের প্রয়োজন অনেক বেশি। আসলে এই পৃথিবীতে অর্থ দিয়ে সবকিছু কেনা গেলেও মানুষের মনুষ্যত্বকে কখনো অর্থ দিয়ে কেনা যায় না। কেননা মানুষ মানুষকে ভালোবাসে তার পাশে থাকার জন্য এবং তাদের সকল সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু টাকার জন্য মানুষ মানুষকে সবসময় দূরে ঠেলে দেয়। এমন এমন পরিবার রয়েছে যারা সব সময় টাকার পিছনে ছুটে বেড়ায়।
আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে তারা কিন্তু তাদের পরিবারকে কখনো সময় দিতে পারেনা। এছাড়াও পরিবারের সাথে তারা কোন ভাল মুহূর্ত কখনো কাটাতে পারে না। আর আমরা এমন এমন পরিবার দেখেছি যেখানে সকলের সূর্য উদয় থেকে অভাব শুরু হয় এবং সূর্য অস্ত পর্যন্ত অভাব থাকে। তবুও এসব পরিবারের মধ্যে একটা মনের শান্তি থাকে। কেননা এসব পরিবারের লোকজন গুলো সব সময় তাদের সুখ দুঃখ ভাগ করে নেয়। আসলে তারা তাদের সুখ-দুঃখ গুলো ভাগ করে নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের অর্থ দিয়ে বিচার করে না। আর যারা জীবনে মনে করে টাকাই জীবনের সবকিছু তারা কিন্তু জীবনের কখনো সামান্য সুখ উপভোগ করতে পারেনা। তাইতো আপনারা দেখতে পারবেন যে এই সব ধরনের লোকেদের পরিবারের মধ্যে সবথেকে বেশি ঝগড়া বিবাদ লেগে থাকে।
আর এজন্য আমরা সবসময় চেষ্টা করবো যে মানুষের টাকা দেখে নয় মানুষের আচার-আচরণ দেখে তাদেরকে ভালোবাসা উচিত। আমরা একটা বিষয় সবসময় জানি যে যারা শিক্ষিত জ্ঞানী লোক এবং ভালো লোক তাদের অর্থ দেখে মানুষ তাদেরকে কখনো সম্মান করে না। মানুষ তাদেরকে সম্মান করে তাদের আচরণ দেখে। আর এসব মানুষ সব সময় মানুষের মনের ভিতর থেকে ভালোবাসা পেয়ে থাকে। যদিও আপনি টাকা সরিয়ে ভালোবাসা কিনতে চান সেই ভালোবাসা কিন্তু বেশি সময় স্থায়ী হবে না। অর্থাৎ এই ধরনের ভালোবাসা অনেকটা মিথ্যে ভালোবাসা হয়। আর যতক্ষণ সেই ব্যক্তিটি আপনার কাছ থেকে সাহায্য পাবে ততক্ষণ আপনাকে ভালবাসবে এবং আপনি যখন সাহায্য করতে পারবেন না তৎক্ষণাৎ তারা কিন্তু আপনাকে ভুলে যাবে চিরতরে। তাই এই পৃথিবীতে টাকা বাদ দিয়ে মানুষের কাছ থেকে ভালো কাজের জন্য সম্মান পেতে শিখুন।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
ঠিক বলেছেন আপনি মানুষ টাকা দেখে সন্মান করে।যে ব্যাক্তির যতো টাকা সে সমাজে তত সন্মানিত ব্যাক্তি।টাকা থাকলেই কি মানুষ সন্মানিত হয় তা কখনোই না সন্মান হওয়া উচিত ব্যাক্তির চরিত্র দেখে।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।