জীবন খুব ই সংক্ষিপ্ত

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে মনে হয় যে মানুষ কয় বছরই বা বাঁচে! কিংবা কয় যুগই বা বাঁচে! আগের তুলনায় আজকালকার মানুষের গড় আয়ু অনেক বেশি কমে গিয়েছে। একটা পরিসংখ্যানে দেখলাম যে মানুষের গড় আয়ু নাকি এখন ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। ভাবতেই অবাক লাগে যে আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের জীবনের ২০ থেকে ৩০ বছর অনেকেই কাটিয়ে ফেলেছি এবং সেই সময়টা যে কি করে গিয়েছে আমরা হয়তো তা নিজেরাও জানিনা।

আর জীবন যে এতটা সংক্ষিপ্ত হয়। সেটা আমরা কখনোই শুরু থেকে বুঝতে পারিনা। সেটা আমরা উপলব্ধি করি জীবনের মাঝ পথে এসে। যখন আমরা অনেকটা সময় ব্যয় করে ফেলি বিভিন্ন খারাপ কাজে কিংবা বিভিন্ন অদরকারি কাজে ।

আর জীবনের প্রায় অনেক মূল্যবান সময় নষ্ট করার পরে ফেলে,শেষে আমরা বুঝতে পারি যে আমাদের জীবন আসলে কতোটা সংক্ষিপ্ত, তাই না।
Sort:  
 15 days ago 

আসলেই আমাদের জীবনটা একেবারে ছোট। আর সময় যে কিভাবে কেটে যাচ্ছে, সেটা অনেক সময় টেরই পাওয়া যায় না। তবে ছোট্ট এই জীবনে আমরা যদি বারবার ভুল করি,তাহলে জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। তাই অনেক হিসাব নিকাশ করে জীবনে এগিয়ে যেতে হবে। দুনিয়ায় থাকতে ভালো ভালো কাজ করতে হবে, যাতে করে মৃত্যুর পরেও আমাদেরকে সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। পাশাপাশি পরকালের জন্য নেক আমল করতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61519.90
ETH 2995.96
USDT 1.00
SBD 3.45