You are viewing a single comment's thread from:

RE: DIY - এসো নিজে করি : "আমার বাংলা ব্লগ" -এর লোগোটা আনিম্যাটেড করলাম (Animation work is not very hard, but so much time consuming)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সুপ্রিয় @rme দাদা,
অনেক পরিশ্রম ও কষ্ট করে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির অত্যাধুনিক টেকনো ব্যবহার করে যুগোপযোগী, মনোরম ও সুন্দর ডিজাইনের একটি অ্যানিমেশন তৈরির করার জন্য আমার অন্তরের অন্তরস্থল হতে আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
বর্তমান যুগে যেকোন ব্যবসা প্রতিষ্ঠান বা পণ্য বিজ্ঞাপন বা সাইনবোর্ড ছাড়া একদম অচল।তাই সাইনবোর্ড বা বিজ্ঞাপনের একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হলো একটা মনের মতো অ্যানিমেশন।তবে এটি মোবাইল দিয়েও করা যায়।
স্টিমিয়ান বন্ধুরা দেখতে চাইলে এর একটি টিউটোরিয়াল বানাতে পারি।বানিয়ে যে কি হবে।আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের টিউটোরিয়াল গুলো সাপোর্ট তো দুরের কথা নজরেও আনেন না। মুল্যায়ন করেন না।যাইহোক আবারো ধন্যবাদ দাদাসহ সকলকে।

Sort:  
 3 years ago (edited)

ধন্যবাদ আপনার মতামত তুলে ধরার জন্য। কোনো ভালোমানের বিষয়বস্তু আমাদের কমিউনিটিতে শেয়ার হলে আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের ক্ষমতার মধ্যে থেকে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য। দয়া করে উল্লেখ করবেন কি, যে কোন টিউটোরিয়াল বা ভাল মানের বিষয়বস্তু সঠিক মূল্যায়ন পাইনি কমিউনিটি থেকে। সকলের জন্য উপকৃত হবে এমন টিউটরিয়াল অবশ্যই কমিউনিটি থেকে সাপোর্ট পাবে। তবে আনলিমিটেড সাপোর্টের নিশ্চয়তা আমরা দিতে পারব না। প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের আপভোট সকলের মাঝে তাদের বিষয়বস্তুর কোয়ালিটি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়

আপনি আপনার ক্রিয়েটিভিটি কমিউনিটিতে শেয়ার করতে পারেন। আশা করি আমাদের সাধ্যের মধ্যে আমরা আপনাকে সাপোর্ট দেয়ার চেষ্টা করব।

 3 years ago (edited)

আপনি গত ৬ দিনের মাঝে আমার বাংলা ব্লগে দুটি পোষ্ট করেছেন, তার মাঝে একটি পোষ্ট আমার বাংলা ব্লগের মডারেটর কর্তৃক কিউরেশনের জন্য নির্বাচন করে এবং সেটা কিউরেশন লিষ্টে এখনো আছে। তাহলে আপনি কিভাবে এমন অভিযোগ করতে পারেন?

যেহেতু সবাইকে একসাথে সব সময় সাপোর্ট দেয়া সম্ভব না, সেহেতু আমরা গুনগতমান সম্পন্ন ব্লগে বেশী সাপোর্ট দেয়ার চেষ্টা করি। শুধু টিউটোরিয়াল না যে কোন গুনগতমান সম্পন্ন ব্লগে সাপোর্ট দেয়ার ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। সুতরাং অনাকাংখিত এই ধরনের অভিযোগ আমরা প্রত্যাশা করি না। ধন্যবাদ বিষয়টি বুঝতে পারার জন্য।

 3 years ago 

সুপ্রিয়,
@rex-sumon@hafizullah ভাই আপনাদের কমিউনিটির পক্ষ থেকে সুন্দর ও গঠনমুলক মতামত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।আমার যে টিউটোরিয়ালটির কথা বলছিলাম,সেটা আমার মতে স্টিমিটে আনকমন টিউটোরিয়াল। যাইহোক ওটা ডিলেট করে দিয়েছি। এ সমন্ধে আজকের হ্যাং আউটে দুএক কথা বলার চেষ্টা করবো,যদি সুযোগ দেন।ধন্যবাদ।

 3 years ago 

আমরা কমপক্ষে পোস্ট পে আউটের 12 ঘন্টা আগ পর্যন্ত সময়ের মধ্যেও অথর কে সাপোর্ট দিয়ে থাকি । এতো অধৈর্য্য হওয়ার কিছু নাই । লেগে থাকুন ।
আমরা সবার পোস্ট চেক করি এবং ধৈর্য্যশীল মানুষদের পছন্দ করি । শুভেচ্ছা রইল আপনার জন্য।