You are viewing a single comment's thread from:

RE: আমাদের নতুন একটা ফ্রী সার্ভিস চালু করা হলো আজ থেকে - স্টিমিটে সহজে নতুন একাউন্ট রেজিস্ট্রেশন

in আমার বাংলা ব্লগ3 years ago

সবার জন্য সুন্দর ও সহজ একটি প্রসেসিং করায় বা সুবিধা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে নতুন স্টিমিট একাউন্ট খুলতে অনেক সমস্যায় পড়তে হয়।ইমেই ও ✆ ফোন নম্বার ভেরিফাইড করতে হয়। করতে গেলে সহজেই হয় না।ইমেল কোড সাপোর্ট করে তো,ফোন নম্বার সাপোর্ট করে না,✆ ফোন নম্বার সাপোর্ট করে তো ইমেল করে না ইত্যাদি ইত্যাদি। সমস্যা সম্মুখীন হতে হয়।
এই ব্যবস্থা করে অনেক ভালোই করেছেন।
আবারো আপনাকে ধন্যবাদ জানাই, ভাই।