বন্ধুদের সাথে একদিন।
হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন।আমি@durjoy2065বাংলাদেশ, ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।
গত 03/12/2024 ভার্সিটিতে ক্লাস আমার ক্লাস ছিলো সকাল ১১ টা থেকে বিকেল ৫টা অব্ধি। ক্লাস শেষ করে সব বন্ধুরা একসাথে হয়ে চিন্তা করলাম অনেক দিন কোনো খেলাধুলা হয় না। প্রথম সেমিস্টার থাকা কালীন আমরা প্রায় ফুটবল খেলা হতো কিন্তুু যত উপরে সেমিস্টারে যাচ্ছি তত পড়ালেখার চাপ বৃদ্ধি পাচ্ছে তাই আর এখন রেগুলার খেলাধুলা করা হয় না।সেদিন সকলের ইচ্ছা হল ফুটবলখেলার তাই আমরা দুটি টিম গঠন করলাম। কিন্তুু আমরা খেলার জন্য ছিলাম আটজন। তাই চারজন চারজন করে দুইটি টিম এ ভাগ হয়ে খেলা শুরু করলাম।পরবর্তীতে আরো অনেকে আমাদের সাথে খেলার জন্য মাঠে নামে।
খেলা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়,ফুটবল শেষ করে আমরা কেরাম ও কিছুসময় খেলি। ততক্ষণে প্রায় সাড়ে ছয়টার বেশি বেজে গেল ঘড়িতে।
আর সবার খুবই ক্ষিদে পেয়ে গেল মোট কথা বাসায় গিয়ে খাওয়ার মতো এনার্জি আর কার রইল না। তাই আমরা সকলে চিন্তা করলাম আশেপাশে কোন রেস্টুরেন্টে বা ফুটকোর্ড এ যাওয়া যায়। আমাদের ভার্সিটি থেকে মোটামুটি পাশে ফুডকোর্ড এ গেলাম ফুডকোর্ড টার নাম ছিলো ঢালি এটা মোটামুটি ভার্সিটির ছেলে মেয়েদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে খুব কম সময়ে। ওইখানে গিয়ে আমরা নান,রুটি, সাথে হাঁসের মাংস এবং মুরগী দুইধরনের চিকেন আইটেম অর্ডার করি।অর্ডার করে বসে থাকার সময় সবাই মিলে একটি ছবি তুললাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।
খাওয়া শেষ করে সবাই মালাই চা খেলাম।শীতকালে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা।পাশেই স্বনামধন্য আরো দুটি ভার্সিটি রয়েছে আমরা কিছুক্ষণ ভার্সিটিগুলো সামনে আড্ডা দিলাম।ভার্সিটি দুটির নামের লোগোর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
খাওয়া শেষ মোটকথা সবাই বিদায়ের সময় হয়ে গেল। সেই সময় আবার সবাই মিলে প্ল্যান করল আজকে রাতে কারো বাসায় থাকা যায় এবং খিচুড়ি পার্টি করা যেতে পারে। সেদিন মোটামুটি সবাই রাজি হলে আমি রাজি হয়নি কারণ আমার শরীর অসুস্থ ছিল। কিন্তু সকলে আগ্রহ দেখে আমি আর পিছপা করলাম না। আমরা বন্ধু শিপুর বাসায় যায় উদ্দেশ্য ছিল তার নতুন বাসা দেখা এবং খিচুডি পার্টি করা।আমরা চিন্তা করলাম সকলের মিলে খিচুড় এবং মুরগির মাংস রান্না করব। কিন্তু সারাদিন ক্লাস করে এবং খেলাধুলা করে আসলে কারই শরীরের শক্তি ছিল না।
তাই আমরা মাংস দোকান থেকে কিনে নিই এবং খিচুড়ি নিজেরা রান্না করি। আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম।
আমরা গল্পগুজব এবং উনো খেলে পার করে দিলাম সুন্দর একটা সময়। সকাল সাতটার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।সারা রাত কিছু স্মৃতি জমিয়ে।
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে।
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে।
আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।
🌼ধন্যবাদ🌼
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
ডেইলি টাস্ক👇
X-promotion(https://x.com/durjoy206537575/status/1866048975377399924?t=wA4ga4TPBUBz7P0mDdzmOw&s=19)
সেদিন আসলেই আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম। আমাদের কাটানো সময়টি অনেক সুন্দর কেটেছিল। অসংখ্য ধন্যবাদ তোকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই সেদিন আসলেই অনেক মজা হয়েছিলো।
তোকেও ধন্যবাদ আমার পোস্ট সুন্দর করে কমেন্ট করার জন্য।