শীতের রাতে ঢাকায় ঘুরাঘুরি এবং বন্ধুর ট্রিট।

in আমার বাংলা ব্লগlast year
সবাইকে নমস্কার এবং আদাব।

হ্যালো, স্টিমিট পরিবারের সদস্যগণ সবাই কেমন আছেন।আমি@durjoy2065বাংলাদেশ, ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়।

গত ০/১২/২০২৪ বন্ধুর ট্রিট উপলক্ষে আমরা সকলে মিলে প্লান করলাম রাতের ঢাকা উপভোগ করব এবং খাওয়াদাওয়া তো থাকছে একসাথে। আমরা সকলে বিকালের দিকে রওনা হলাম। আমরা সকল বন্ধুরা মিলে ঠিক করলাম। সবাই মিলে ঢাকার বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাশে অর্থাৎ টিএসসিতে সবাই থাকবো অর্থাৎ এটি একটি মিলিত হওয়ার জায়গা হিসেবে আমরা ঠিক করলাম।চার জন নতুনবাজার, একজন ধানমন্ডি থেকে এবং একজন ফার্মগেট থেকে আসলো।আমরা মিরপুর থেকে দুইজন ছিলাম আমি এবং আমার বন্ধু শৌণক আমরা দুইজন ক্যান্টনমেন্ট এর পকেট গেটে আসলাম।সেখান থেকে ক্যান্টনমেন্টের ভিতর বাস স্ট্যান্ড থেকে আমরা ফার্মগেট পর্যন্ত আসলাম। ফার্মগেট এসে আমরা দুই জনের জন্য অপেক্ষা করলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পরে তারা চলে আসলো আমরা সকলে মিলে মেট্রো স্টেশনে যাই। মেট্রো স্টেশন থেকে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম।

তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে এসে পৌছালাম। সবাই মিলে টিএসি তে আসার পর দেখলাম টিএসসি ভিতর খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে তাই কৌতূহল নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম।সেখানে গিয়ে দেখলাম আমরা ১৮ তম কেন্দ্রীয় বার্ষিক নাট্য উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। মেইন ফটকের ব্যানার টার আপনাকে ছবি আপনাদের সাথে শেয়ার করলাম যেটার কারণে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম।

টিএসির ভিতর এত সুন্দর করে সাজানো সবকিছু দেখে আমরা খুবই বিমোহিত হলাম। পরে আমরা বাইরে সবাই মিলে রং চা খেলাম কারণ এই জায়গার রং চা খুবই বিখ্যাত।পরে আমরা সকলে মিলে চিন্তা করলাম কার্জন হলের দিকে যাওয়া যায় হাঁটতে হাঁটতে।ওইখানে গিয়ে আমরা লক্ষ্য করলাম পরিবেশটা খুবই শান্ত ছিল এরকম একটি ঐতিহাসিক ভবন ও নিরিবিলি পরিবেশ পাচ্ছি যা খুবি খুশি হওয়ার বিষয়। আমরা সকলে মিলে একটা গ্রুফ ছবি তুললাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20241213_004812.jpg

পরে আমরা রিক্সা নিয়ে পুরান ঢাকার হানিফ বিরিয়ানির দিকে রওনা দিলাম।আমরা কার্জন হলের সামনে থেকে রিকশা ভাড়া করলাম দুইটা ৬০ টাকা করে নিল। আমাদের গন্তব্য ছিল হানিফ বিরানি দোকানে কারণ ঔইখানে বিরানির ভালো সুনাম রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবসত সেটা আমরা ২০ মিনিট দাঁড়িয়েও খাওয়ার সিরিয়াল পেলাম না। পরে আমরা আরেকটি বিরানি হাউজের দিকে গেলাম যেটার নাম ছিল নবাব। এখানে আমরা সকলে মিলে কাচ্চি খেলাম এবং অনেক ফটোগ্রাফি করলাম।

1000025931.jpg

এখানের একটি সুন্দর দিক হলো এখানের ইন্টেরিয়র গুলি খুবই সুন্দর ছিল। আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম।

খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় সাড়ে দশটা- র বেশি ঘড়িতে বেজে গেছিল। তাই সকলে আমরা উবার, অটো রিক্সায় চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে।


IMG_5570-01.jpeg

আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।



New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000006034.png

1000006036.png

1000006035.gif

Sort:  
 last year 

1000026474.jpg

1000026473.jpg

1000026472.jpg

1000026471.jpg

1000026470.jpg

 last year 

রাতের বেলায় ঢাকা তে ঘুরাঘুরি করতে বেশ ভালো লাগে। টিএসসি তে আমিও মাঝেমধ্যে যাই আড্ডা দিতে। যাইহোক বন্ধুরা মিলে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন দেখছি। নাজিরা বাজারে গিয়ে হানিফ বিরিয়ানি খেতে হলে লম্বা সিরিয়াল ধরতে হয়। আমি ১৫/২০ দিন আগে শুক্রবার দুপুরে সেখানে গিয়ে লম্বা সিরিয়াল দেখে তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকে ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্ট টা পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।